ইসলামী ছাত্রসেনা সম্মিলিত বেসরকারী বিশ্ববিদ্যালয় শাখার (চট্টগ্রাম জোন) কাউন্সিল অনুষ্টিত
চট্টগ্রামের বিভিন্ন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামী ছাত্রসেনা সম্মিলিত বেসরকারী বিশ্ববিদ্যালয় (চট্টগ্রাম জোন) এর কাউন্সিল মনিরুজ্জামান ইসলামাবাদী মেমোরিয়াল হলে অনুষ্টিত হয়। ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম নগর সভাপতি আবু সাদেক সিটুর উদ্ভোধনে অনুষ্টিত অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাত্রসেনার কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ রেজা। এতে আরো বক্তব্য রাখেন ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি আহসানুল আলম,ছাত্রসেনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি জসিম উদ্দীন। কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন ছাত্রসেনার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ভিত্তিক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসাইন। কাউন্সিলে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইরফান উদ্দীনকে সভাপতি, সাউথার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ আল মোমিনকে সাধারণ সম্পাদক ও পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মওসুল চিশতীকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।