খবরের বিস্তারিত...


অবিলম্বে শাবিপ্রবি সহকারী অধ্যাপক এমদাদুল হকের উপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিঃ ছাত্রসেনার প্রতিবাদ সভায় বক্তারা

ফেব্রু. 22, 2016 সাংগঠনিক খবর

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় এর সহকারী অধ্যাপক মুহাম্মদ এমদাদুল হক এর উপর হবিগঞ্জের চুনারঘাটে বর্বর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগর আয়োজনে প্রতিবাদ সভা ঢাকা পল্টন শহীদ হালিম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সভাপতি শাহীদ রিজভী বলেন-   এমদাদ স্যার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রেকর্ড সৃষ্টিকারী নম্বর পেয়ে অনার্স মাস্টার্স শেষ করার সাথে সাথেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে লেকচারার পদে আসীন করেন। অল্প দিন পার হতেই “অ্যাসিস্ট্যান্ট প্রফেসর”। বিশেষ প্রশাসনিক দায়িত্ব “প্রক্টর” এর কর্তব্যও দক্ষতার সাথে পালন করে প্রশংসা অর্জন করেছেন। ওনার লিখিত ইসলামী অর্থনীতি বিষয়ক গবেষণা বিশ্ববিদ্যালয় অঙ্গনে সাড়া ফেলে দিয়েছে। একজন তরুণ ইসলামী স্কলার ও লেকচারার হিসেবে তিনি সারা দেশে সাড়া ফেলেছেন, বৃহত্তর সিলেট বিভাগ তো বটেই, সিলেটের গন্ডি পেরিয়ে তিনি দেশের বিভিন্ন জেলার বিভিন্ন প্রোগ্রামে তার তথ্যবহুল বক্তব্যের মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ প্রচার করে যাচ্ছেন। তার লিখিত বইগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকাশনা জগতকে সমৃদ্ধ করেছে। ওনি এই দেশের সুন্নী জামাতের জন্য অনেক বড় সম্পদ। এমন একজন ব্যাক্তির উপর হামলার ঘটনা দেখে আমরা বিস্মিত, বাকরুদ্ধ !! অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে তিনি শাস্তির দাবী জানান।
এতে আরো বক্তব্য রাখেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সভাপতি এম মনির হোসাইন , সহ সাধারন সম্পাদক এ.বি.এম. আরাফাত, ঢাকা মহানগর সভাপতি আবু সাঈদ শাফিন, সেক্রেটারি শেখ ফরিদ প্রমূখ।

Comments

comments