খবরের বিস্তারিত...


চট্টগ্রামে ছাত্রসেনার বিক্ষোভ সমাবেশঃ সাম্প্রদায়ীক সম্প্রীতি বিনষ্ট করতে ষড়যন্ত্র করছে একটি চিহ্নিত মহল

মার্চ 24, 2016 সাংগঠনিক খবর

সংবিধান থেকে ‘রাষ্টধর্ম ইসলাম’ বাদ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামী ছাত্রসেনা ও ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখা আয়োজনে চট্টগ্রাম শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন- সংবিধানে সন্নিবেশিত “রাষ্ট্রধর্ম ইসলাম” এটি একটি মিমাংসিত বিষয়। এ বিষয়ে দায়েরকৃত একটি রিট আবেদন মহামান্য আদালতে খারিজ করা হলেও দীর্ঘ ২৮ বছর পরে এ নিয়ে নতুন বিতর্কের জন্ম দেয়াটা নিতান্তই অমূলক। সংবিধান থেকে “রাষ্ট্রধর্ম ইসলাম” কে বাদ দেয়ার ধূম্রজাল সৃষ্টি করে সুদীর্ঘ দিনের প্রতিষ্ঠিত এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে একটি চিহ্নিত মহল ঘৃণ্য ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন নেতৃবৃন্দ। বক্তারা আরো বলেন- সংবিধান থেকে “রাষ্ট্র ধর্ম ইসলাম” কে বাদ দেয়ার যে কোন ষড়যন্ত্র রুখে দেবে এদেশের ধর্মপ্রাণ জনগণ।
ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম নগর সভাপতি এইচ এম মুজীবুল হক শুক্কুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট এর কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব মজলুম জননেতা এম সোলায়মান ফরিদ। এতে আরো বক্তব্য রাখেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম নগর সভাপতি আবু সাদেক সিটুসহ ছাত্রসেনা ও ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম নগর নেতৃবৃন্দ।

Comments

comments