খবরের বিস্তারিত...

ছাত্রসেনা,লিয়াকত,শিবির

শহীদ লিয়াকতের খুনী শিবিরের ক্ষমা নেইঃ শহীদ লিয়াকত দিবসে বক্তারা

এপ্রিল 10, 2016 সাংগঠনিক খবর

ইসলামী ছাত্রসেনার ইতিহাসের ২য় শাহাদাত বরণকারী শহীদ লিয়াকত আলীর ৩০ তম শাহাদাত বার্ষিকী  উপলক্ষ্যে  ইসলামী ছাত্রসেনা, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও শহীদ লিয়াকত স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি পালিত হয়। ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ জেলা ও চবি শাখা শহীদ লিয়াকত দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, ফাতেহা, আলোচনা সভা, চান্দগাঁও মৌলভী পুকুরপাড়স্থ শহীদের মাজার জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও শোক র‌্যালি। আলোচনা সভায় বক্তারা শহীদ লিয়াকতের ঘাতক জামাত-শিবির চক্রের  বিচার দাবি করে বলেন এ জাতীয় ঘাতকদের বিচার না করার কারণে দেশে আজ অরাজকতা ও হিংস্রতা বৃদ্ধি পাচ্ছে। এটি একটি রাষ্ট্রের জন্য কোনোভাবে কাম্য নয়।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এম. সোলায়মান ফরিদ, ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কফিল উদ্দীন রানা, শহীদ লিয়াকত স্মৃতি সংসদের কেন্দ্রীয় পরিচালক ইঞ্জিনিয়ার আরিফ উদ্দীন,ছাত্রসেনা চট্টগ্রাম জেলা নেতৃবৃন্দ, শহীদ লিয়াকত আলী (র:) বড় ভাই মুহাম্মদ আব্দুর রহীম ও মুহাম্মদ শামসুল আলম প্রমুখ।

 

12805854_988765247879319_2741723401749046668_n 12938206_996032223815743_8156174343247863843_n 12987221_988758934546617_1145853223246356822_n

Comments

comments