খবরের বিস্তারিত...

ছাত্রসেনা

‘ছাত্রসেনা ঈমানী ফৌজ’ – ১৯৮৪ সালে চট্টগ্রাম মুসলিম হলে সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহঃ)

মে 05, 2016 ইতিহাস

১৯৮৪ সালের ২১ জানুয়ারি চট্টগ্রামের ঐতিহাসিক মুসলিম ইনস্টিটিউট হলে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হন যুগশ্রেষ্ঠ অলিয়ে কামেল আওলাদ এ রাসূল (দরুদ) হযরত আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রঃ)। এই মহান ওলী বজ্রনিনাদ কন্ঠে ঘোষণা করেন, “ইয়ে ছাত্রসেনা হামারা ঈমানী ফৌজ হ্যায়, ইয়ে আউলিয়া-এ-কেরাম কে ফৌজ হ্যায়। উনকা জরুর মদদ করনা।” অর্থাৎ “ছাত্রসেনা আমাদের ঈমান রক্ষার সেনা বাহিনী। এটা আউলিয়া-এ-কেরামের সেনাবাহিনী। একে সাহায্য করা আমাদের কর্তব্য।” একথা বলেই ক্ষান্ত হননি, তিনি আয়োজকদের হাতে এক হাজার এক টাকা দান করে উৎসাহ দান করেন। আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রঃ) এর মতো একজন একাধারে আন্তর্জাতিক ইসলামী ব্যক্তিত্ব ও আওলাদ-এ-রাসূল (দরুদ) উন্মুক্ত সহযোগিতা ঘোষণা দেয়ায় সংগঠনে এক নতুন প্রাণ সঞ্চার হয়। নবীপ্রেমিক ছাত্র যুবকদের এই সংগঠনকে আপামর সুন্নী জনতা সাহায্যের হাত বাড়িয়ে দেন।
~~ (ছাত্রসেনার ইতিহাসের পাতা থেকে)

Comments

comments