দেশব্যাপী গুপ্তহত্যা,জঙ্গীবাদের প্রতিবাদে ঢাকায় ইসলামী ছাত্রসেনার মানববন্ধন অনুষ্ঠিত
দেশব্যাপী মানুষ হত্যা, গুম, জঙ্গিবাদ ও সিরিয়াল কিলিংয়ের প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগর।
সোমবার (২০ জুন) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি এম মনির হোসেইন মানববন্ধনে বলেন, ‘জঙ্গিবাদ রুখতে হলে সালাফি- মওদুদীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সরকার এবং রাষ্ট্রের জনগণকে একসঙ্গে হয়ে তাদের বিরুদ্ধে কাজ করতে হবে, জনসচেতনতা সৃষ্টি করতে হবে। জঙ্গিবাদের কারণে সিরিয়া-আফগানিস্তানের অবস্থা শোচনীয়। আমাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে’।
ছাত্রসেনা ঢাকা নগর সভাপতি শেখ ফরিদ মজুমদারের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন ছাত্রসেনা ঢাকা নগর সাধারণ সম্পাদক সামিউল শুভ, সাংগঠনিক সস্পাদক হাফেজ আলী আকবর, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এস এম মোস্তাফা কামাল, সম্মিলিত বেসরকারী বিশ্ববিদ্যালয় ঢাকা জোন সাধারণ সম্পাদক তালহা তালকিন আলম, লালবাগ থানার সভাপতি মো. মিজানুর রহমান প্রমুখ।
‘দ্রব্যমূল্য বৃদ্ধি’ ও ‘খাদ্যে ভেজাল’ ঠেকাতে সরকারকে কঠোর হতে আহবান ইসলামী ছাত্রসেনার
ইসলাম পরিপন্থী পাঠ্যসূচী সংশোধনের দাবীতে ঢাকায় ইসলামী ছাত্রসেনার সমাবেশে জনতার ঢল