খবরের বিস্তারিত...

chattra sena ctg kiamul lail

ইসলামী ছাত্রসেনার কিয়ামুল লাইলে বদরের চেতনায় উজ্জীবিত হাজারো তরুণ মুজাহিদ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম নগর শাখা আয়োজনে পবিত্র কিয়ামুল লাইল মাহফিল নগরীর সমাবেশ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও মোরাকাবা-মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মাননীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। এতে আরো বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট এর ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দীন, চবির সহকারী অধ্যাপক ডঃ এস এম বোরহান উদ্দীন, ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম নগর সভাপতি মুজীবুল হক শুক্কুর। বাদে এশা থেকে শুরু হওয়া এই মাহফিলে ইসলামী ছাত্রসেনার হাজারো তরুণ মুজাহিদ অংশ নেন। অতিথিদের আলোচনা শেষে তাহাজ্জুদ,মিলাদ-কিয়াম,জিকির,মোরাকাবা ও আখেরী মোনাজাতের মাধ্যমে অনুষ্টান সম্পন্ন হয়। অনুষ্টানে উপস্থিত সবার জন্য সেহেরীর ব্যবস্থা করা হয়।

Comments

comments