খবরের বিস্তারিত...

আল্লামা-জালাল-উদ্দীন-আল-কাদেরী

আল্লামা জালাল উদ্দীন (রহঃ)’র ফাতেহা উপলক্ষ্যে ইসলামী ছাত্রসেনা পাঁচলাইশ শাখার মিলাদ মাহফিল

ডিসে. 28, 2016 সাংগঠনিক খবর

ইসলামী ছাত্রসেনা পাচঁলাইশ থানার শাখার আয়োজনে  খতিবে বাঙ্গাল, অধ্যক্ষ আল্লামা জালাল উদ্দিন আল কাদেরী (র)’র ফাতেহা উপলক্ষ্যে  ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন  ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র যুগ্ম মহাসচিব মজলুম জননেতা এম. সোলায়মান ফরিদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন জালাল হুজুর (রহঃ)’র বড় ছেলে ব্যারিস্টার আবু সাঈদ মুহাম্মদ কাসেম। প্রধান ওয়ায়েজ ছিলেন  শায়খুল হাদিস আল্লামা নিজাম উদ্দিন রশিদী। আরো বক্তব্য রাখেন এম ওয়াহেদ  মুরাদ, আল্লামা  নিজাম উদ্দিন নোমানী, মাওলানা আসাদুজ্জামান এরশাদ,আহমদ রেজা,কাজী সোলতান, জহির উদ্দীন, জসীম উদ্দীন আকাশ,আলী আজম শাহাদাত হোসেন আরাকাত,মাওলানা আব্বাসউদ্দিন,হাফেজ কবির,ওমর ফারুক প্রমুখ।

 

Comments

comments