ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ শাখার সাথে সৈয়দ বাহাদুর শাহ’র মত বিনিময়
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান ও হাজীগঞ্জ-শাহরাস্তি(চাঁদপুর-৫) সংসদীয় আসনের সম্ভাব্য পদপ্রার্থী আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী।
শুক্রবার বিকেলে ইমামে রাব্বানী দরবার শরীফে মত বিনিময়কালে তিনি বলেন, ‘ পীরেরা রাজনীতি না করলে কেয়ামতের ময়দানে মহান আল্লাহর কাছে জবাব দিতে হবে। দ্বীন কায়েমের আন্দোলন করা সবার উপর ফরজ।’
তিনি আরও বলেন,’যারা দ্বীন কায়েমের আন্দোলন না করে অপরাজনীতির চর্চা করবে তারা মূলতঃ গোমরাহীর পথে নিজেকে নিয়ে যাচ্ছে। তাই আল্লাহর ঘোষণা অনুযায়ী জান, মাল ও সময় দিয়ে যারা ইসলামী রাজনীতি করবে না তারা রাসূল(দ.) এর সুপারিশ পাবে না।
মত বিনিময় সভায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।