ফটিকছড়ি উপজেলা ইসলামী ছাত্রসেনা হারুয়ালছড়ি ইউনিয়ন শাখার মাদক বিরুধী র্যালি সম্পন্ন
তরুন মেধাবীদের মাদক মুক্ত সমাজ উপহার দেওয়ার জন্য আদর্শবাহী সংগঠন ইসলামী ছাত্রসেনায় যোগ দিন —– জননেতা এডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম ।।
গত ১লা মে, মঙ্গলবার, হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে ফটিকছড়ি উপজেলা ইসলামী ছাত্রসেনা হারুয়ালছড়ি ইউনিয়ন শাখার মাদক মুক্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে একটি মাদক বিরুধী মিছিল অনুষ্ঠিত হয়।
এতে ইসলামী ছাত্রসেনা হারুয়ালছড়ি ইউনিয়ন শাখার সভাপতি আরমান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এড. মীর মুহাম্মদ ফেরদৌস আলম সেলিম, প্রধান বক্তা উত্তর জেলা ছাত্রসেনা সহ- সভাপতি এম. ফরিদুল হক। এতে হারুয়ালছড়ি ইউনিয়ন শাখার ছাত্রসেনার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের পাশাপাশি আওতাধীন শাখাগুলোর দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। মিছিলের মাধ্যমে সংগঠন থেকে হারুয়ালছড়িতে মাদক( ইয়াবা) ব্যবসায়ী, মাদক বিস্তারকারী ও মাদক সেবনকারীদের সরাসরি প্রতিহত করার হুশিয়ারী দেওয়া হয়।