খবরের বিস্তারিত...


বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনা’র এস.এস.সি/দাখিল কৃতি শিক্ষার্থী সংবধর্না-২০১৮ অনুষ্ঠান সম্পন্ন

জুলাই 01, 2018 সাংগঠনিক খবর

গত ২৯শে জুন রোজ শুক্রবার বিকাল ৩টা হতে চরখিজিরপুর হাজী লাল মিয়া সরকারি বিদ্যালয় প্রাঙ্গনে আদর্শ ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসেনা বোয়ালখালী চরখিজিরপুর আওতাধীন ৭নং ওয়ার্ড শাখার ব্যবস্থাপনায় এস এস সি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ওয়ার্ড শাখার সভাপতি ছাত্রনেতা এম. আবুল ফয়েজ মামুন ‘র সভাপতিত্বে ও অনুষ্টান প্রস্তুতি কমিটির আহবায়ক এম. আবদুল আল গণি এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধক ছিলেন,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বোয়ালখালী উপজেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ এন. এম. ফখরুউদ্দীন ,প্রধান অতিথি ছিলেন, চট্রগ্রাম কর আইনজীবি সমিতি সফল সাধারণ সম্পাদক ও সমাজ সেবক এড. আলহাজ্ব নুর হোসেন বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চরখিজিরপুর ইউনিয়ন শাখার সভাপতি এম. আবদুল মান্নান ও সাধারণ সসম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন চৌধুরী ।
এতে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সিনিয়র সহ- সভাপতি ছাত্রনেতা এম.কফিল উদ্দিন(রানা) বিশেষ বক্তা ছিলেন,ইসলামী ছাত্রসেনা বোয়ালখালী উপজেলার সভাপতি এম. গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ ইউনিয়ন সেক্রেটারী- মোঃ ইব্রাহিম স্বাগত বক্তা রাখেন ওয়ার্ড সেক্রেটারী- এম. হায়দার আলী , এতে বক্তারা বলেন, আলোকিত সমাজ বিনির্মাণে মেধাবী শিক্ষার্থীর গুরুত্ব অপরিসীম এবং সমাজকে পরিবর্তন করতে হলে মেধাবী এগিয়ে আসতে হবে।এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিল,গিয়াস উদ্দিন মনছুর,নাছির উদ্দিন,মহরম আলী,সাইফুল আলম,বশর,আজগর,ইসমাঈল,রোকন,আকরাম,আরমান,মোরশেদ,ইজাজ,জুয়েল,নিশাত, সাজ্জাদ,ইমরান,রহিম,ইনান,প্রমূখ।

Comments

comments