হযরত আলী (রাঃ) এর কাছে জান্নাতের চাবি এবং হযরত আবু বক্কর (রাঃ) এর মহাব্বত জান্নাত লাভ
একবার আবু বকর সিদ্দীক (রাদ্বিঃ) রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন।পথিমধ্যে আলী (রাদ্বিঃ) কে দেখে তিনি মুচকি হাসি দিলেন।এতে মাওলা আলী(রাদ্বিঃ) হাসির কারণ জিজ্ঞেস করায় সিদ্দীকে আকবার রাদ্বি বললেন,’ তোমার কি মনে নেই গতকাল নবীজী {দঃ} বলেছিলেন,”জান্নাতের মূল ফটকে একটি তালা লাগানো থাকবে।আর সেই তালার চাবি তুমি আলীর কাছে থাকবে। সেদিন তুমি যাকে চাইবে তাকেই জান্নাতে প্রবেশ করাতে পারবে।”তুমি কি আমাকে সেইদিন জান্নাতে প্রবেশ করতে দিবে?আমাকেও একটু দিও….
এই কথা শুনে মাওলা আলী(রাদ্বি) কেঁদে দিলেন এবং বললেন,’গতকাল নবীজী {দঃ} এই কথা বলেছেন ঠিকই।কিন্তু আপনি যাওয়ার পরে তিনি আমাকে কাছে নিয়ে আরও বলেছিলেন,”হে আলী! জান্নাতের মূল দরজার চাবি তোমার কাছে থাকবে ঠিকই।কিন্তু তুমি যাকে চাইবে তাকেই সেইদিন জান্নাতে প্রবেশ করাতে পারবে না।যাদের অন্তরে আবু বকর সিদ্দীকের মুহাব্বত থাকবে শুধুমাত্র তাঁদেরকেই তুমি জান্নাতে প্রবেশ করাতে পারবে।
(সংগৃহীত)