জঘন্য অপবাদ কি জানেন ?
ණ:আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সাঃ) বলেছেনঃ- আমি কি তোমাদেরকে জঘন্য অপবাদ কি তা জানাব না ?? তা হলো- চোগলখুরী। যা মানুষের মধ্যে পরস্পরে শুত্রুতার সৃষ্টি করে। নবী করীম (সাঃ) বলেছেনঃ- কোন ব্যক্তি যখন সত্য বলতে থাকে তখন শেষ পর্যন্ত তার নাম (আল্লাহ্র দরবারে) সত্যবাদী হিসেবে লেখা হয়। আর যখন সে মিথ্যা বলতে থাকে শেষ পর্যন্ত তার নাম মিথ্যাবাদী হিসেবে লেখা হয়। ( সহীহ মুসলিম শরীফঃ- ৬৪৪৯ )
বিঃদ্রঃ- আল্লাহ্ আমাদেরকে চোগলখুরী করা থেকে বিরত রেখে এই দোয়া হুজুর পাক (ﷺ) এর ওসিলা করে কবুল করুনঃ। আমীন!! আমীন!! আমীন!!