খবরের বিস্তারিত...


নবী করীম (সাঃ) আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত করেছিলেন

জুলাই 23, 2018 আক্বীদা

হিজরতের পূর্বে মক্কা মোআজ্জামায় আবু জেহেল, অলীদ ইবনে মুগীরা, আছ ইবনে ওয়ায়েল প্রমুখ কোরাইশ কাফের নেতৃবর্গ সমবেত হয় এবং রাসূলুল্লাহ (সা.)-এর খেদমতে উপস্থিত হয়ে আবেদন জানায় যে, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে চাঁদকে দ্বিখন্ডিত করে দিন। তিনি বললেন, আমি যদি (তোমাদের দাবী অনুযায়ী) এরূপ করে দিতে পারি তা হলে তোমরা কি ঈমান আনবে? তারা বলল, হাঁ, আমরা ঈমান আনব।

ණ: আবদুল্লাহ ইবন মুহাম্মাদ ও খালীফা (রঃ)…… আনাস (ইবনে মালিক) (রাঃ) থেকে বর্ণিত যে, মক্কাবাসী কাফিররা রাসূলুল্লাহ (সাঃ)-এর নিকট মুজিযা দেখানোর জন্য দাবী জানালে রাসূলুল্লাহ (সাঃ) তাদেরকে চাঁদ দ্বিখণ্ডিত করে দেখালেন। (সহীহ বুখারী শরীফঃ- ৩৩৭৬, খণ্ডঃ-০৬)

<—সুবহানাল্লাহ!! –সুবহানাল্লাহ!! –সুবহানাল্লাহ!! –সুবহানাল্লাহ!!—>

Comments

comments