খবরের বিস্তারিত...


বড়পীর আব্দুল কাদের জিলানী (রাঃ) জীবনের আশ্চর্য ঘটনা

জুলাই 23, 2018 আক্বীদা

——————- আওলিয়াদের কারামাত সত্য —————
ණ: সত্যের সেনানী আওলিয়াকুলের উজ্জ্বল নক্ষত্র বড়পীর আব্দুল কাদের জিলানী (রহঃ) সাহবে তার যোগ্য পিতা জিলান নগরীর একটি মক্তবে শিক্ষা করার জন্য ভর্তি করান। মক্তবে ভর্তি হবার আগেই মাতার মুখে কোরআন তেলাওয়াত শুনে আল কোরআনের বিরাট অংশ মুখস্ত করে ফেলেছিলেন। ইসলামী জ্ঞানবীদদের দৃষ্টিকোন থেকে একথাও জানা যায় যে, গাওসুল আযম হযরত বড়পীর সাহেবকে (রহঃ) প্রথমে শিক্ষার উদ্দেশ্যে মক্তবে পাঠানো হলে যাত্রাপথে পথিমধ্যে একদল ফেরেশতা এসে তাকে বেষ্টন করে রইলেন এবং তাকে বেষ্টন করে শিক্ষা কেন্দ্রে নিয়ে গেলেন। ইতিহাসে পাঠে একথাও জানা যায় হযরত বড়পীর সাহেবকে (রহঃ) যখন মক্তবে নিয়ে যাওয়া হল তখন মক্তবে ছাত্রদের সংখ্যা অনেক ছিল। বসবার কোন স্থান ছিল না, তখন হঠাৎ তার সঙ্গী ফেরেশতাগণ গায়েব হতে আওয়াজ দিলেন ” তোমরা বিশ্বনিয়ন্ত্রা আল্লাহ্‌ রাব্বুল আলামীনের প্রিয় বান্দার বসার জন্য জায়গা করে দাও” । সত্যি এহেন অদৃশ্য বানী শুনে শিক্ষক-ছাত্রবৃন্দ চমকিয়ে উঠলেন। যাই হোক সাথে সাথে শিক্ষক ছাত্রগণ আগুন্তকের জন্য জায়গা করে দিতে নির্দেশ প্রদান করলেন। যাইহোক ছাত্রগণ তৎক্ষনাৎ পার্শ্বের দিকে চেপে বসে মাহবুবে সোবহানী রূহানী জগতের খাঁটি প্রজ্ঞাদাতা হযরত আব্দুল কাদের জিলানী সাহেব (রাহঃ) জন্য জায়গা করে দিলেন। মক্তবের ওস্তাদজী আওলীয়াকুলের শিরমণি সূফী সাধক হযরত বড়পীর সাহেব (রহঃ) কে একেবারে প্রাথমিক স্তরে পড়তে বললেন সত্যি, মাথার তাজ সমতুল্য ওস্তাদজীর নির্দেশ মোতাবেক তিনি সর্বপ্রথম আউজবিল্লা এবং বিসমিল্লাহ্‌!! পাঠ করলেন প্রিয় পাঠক-পাঠিকাগণ শুনলে অবশ্যই অবাক হবেন। হ্যাঁ অবাক হবার কথাও। আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ্‌ পাঠ করতঃ- আলিফ-লাম-মীম হতে আরম্ভ করে মহাগ্রন্থ আল কোরআন করীমের পনের পারার শেষ পর্যন্ত মুখস্ত পড়ে ফেললেন। শুধু মুখস্ত নয় বরং তারতীব তাজভীদ সহকারে পড়েছিলেন। তার পড়া শুনে ওস্তাদজী অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে কার নিকট হতে এত সুন্দরভাবে কোরআন পড়া শিখেছ এবং কিভাবে ১৫ পারা কোরআন শরীফ মুখস্ত করলে ?? ওস্তাদজীর কথার জবাবে সত্যের সেনানী মাহবুবে সোবহানী হযরত বড়পীর সাহেব উত্তর করলেন আমার মাতা পনের পারা কোরআন শরীফের হাফেজ, তিনি প্রত্যহ তেলায়ত করে থাকেন, গর্ভস্থায় মায়ের পেটের মধ্যে থেকে আমি তেলায়াত শুনে আমারাও মুখস্ত হয়ে গেছে। অর্থাৎ তিনি ১৫ পারা হাজেফ হয়ে ভূমিষ্ঠ হন।

Comments

comments