খবরের বিস্তারিত...


আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীর শানে চারণ কবি কে,এম, নুরুল ইসলাম হুলাইনীর কবিতা

জুলাই 25, 2018 অন্যান্য

(১)

সুন্নিয়তের শাহেনশাহ

আল্লামা সৈয়দ বাহাদুর শাহ ।

কে.এম. নূরুল ইসলাম হুলাইনী
*************

*************

হক প্রতিষ্টায়,মোনাজেরায়
কাটান জিন্দেগানী ।
ইমামে আহলে সুন্নাত,সৈয়দ
আবেদ শাহ আলমাদানী ।
নিখিল ভারত বাংলা পাক
সাব কনটিনেন্ট ।
আহলে সুন্নাত ওয়াল জামাতের
ছিলেন প্রেসিডেন্ট ।
বংশ পরম্পরায় যিনি
আওলাদে রাসুল ।
তাঁরই যোগ্য ছাহেবজাদা
অনন্য,অতুল ।
ইসলামী ছাত্রসেনার
কেন্দ্রীয় পরিষদে ।
বরিত হন সিনিয়র-
সহ-সভাপতি পদে ।
ঈমান-আমল-জ্ঞান-তাকওয়া
অনুকরণীয় ।
মেধা-মনন-শুদ্ধাচরণ
প্রশংসনীয় ।
জ্ঞানগর্ভ তকরীর আর
বক্তৃতা-ভাষনে ।
ক্যারিশম্যাটিক যোগ্যতায়
সুউচ্চ আসনে ।
রাষ্ট্রীয় প্রটোকলে যতো
অনুষ্টানাদি ।
সসন্মানে আমন্ত্রিত
মান্যবর অতিথি ।
দ্বীন-ঈমানী আলোর নক্বীব
সুন্নীয়তের প্রাণ ।
রাজনীতির মঞ্চে যাঁর
যোগ্য অবস্হান ।
ইমামে রব্বানী দরবার
সাজ্জাদানসীন ।
সুন্নীয়তের ঝাণ্ডা তিনি
রেখেছেন উড্ডীন ।
বাংলাদেশ আহলে সুন্নাত
ওয়াল
জামাত সভাপতি ।
খানকায় পীর,ময়দানে বীর
,
অনন্য সংহতি ।
রাজপথে সুন্নীয়াতের
রাজনীতির শাহেনশাহ ।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের
চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ ॥

(২)

প্রগতিশীল ইসলামী রাজনীতির প্রবক্তা,
আল্লামা সৈয়দ বাহাদুর শাহ
————————————————-

-কে এম নুরুল ইসলাম হুলাইনী
*******************************

ধর্মীয় রাজনীতি যখন
রাজাকার নেতৃত্বে
সুন্নি মুসলমানরা ছিল
চরম বৈপরীত্যে।

দেশ-জাতি-প্রগতির স্বার্থে
রুখতে রাজাকার।
প্রগতিশীল ধর্মীয়
রাজনীতি চমৎকার!

ধর্মের নামে অধর্ম নয়
এ মুলনীতি নিয়ে।
ইসলামী রাজনীতিতে তিনিই
সবচেয়ে এগিয়ে।

আলেম সমাজসহ যাঁহার
লাখো মুরিদ-ভক্ত।
সাংগঠনিক, রাজনৈতিক
ভিতও যাঁহার শক্ত।

সারাদেশে জনপ্রিয়
স্বনামধন্য পীর।
রাজপথের সংগ্রামেও
সক্রিয় এই বীর।

দু’হাজার ছ’য়ে মহাজোটের
মনোনয়ন পেয়েও।
নিঃস্বার্থ ত্যাগ মহাজোটকে
নিজের চেয়েও!

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল
জামাত সভাপতি ।
খানকায় পীর,ময়দানে বীর
দেশজোড়া যাঁর খ্যাতি ।

মুক্তিযুদ্ধের পক্ষশক্তির
রাজনীতির বীর।
তাঁর নেতৃত্বে দেশজুড়ে প্রায়
আলেম-নেতা-পীর।

আন্দোলনে,জোটগঠনে
উন্নয়নের লক্ষ্যে।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ
মুক্তিযুদ্ধের পক্ষে।

নিবন্ধিত এ দলটির
চেয়ারম্যান পদে।
এমন আলেম প্রতিনিধি চাই
জাতীয় সংসদে।

লাখো কোটি সুন্নী জনতার
সমর্থন ও প্রত্যাশা ।
দল ও জোটের সেরা প্রার্থী
আল্লামা সৈয়দ বাহাদুর শাহ।

Comments

comments