খবরের বিস্তারিত...


সিলসিলায়ে আলীয়া নকশেবন্দিয়া-মুজাদ্দেদীয়া তরীকার শাজরা শরীফ/ বুজর্গগণের সিলসীলা তালিকা

সিলসিলায়ে আলীয়া নকশেবন্দিয়া-মুজাদ্দেদীয়া তরীকার শাজরা শরীফ/ বুজর্গগণের সিলসীলা ভিত্তিক তালিকাঃ
————— ————–
সর্বশেষ পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক (রা:)
হযরত সালমান ফার্সি (রা:)
হযরত কাসিম বিন মুহাম্মদ বিন আবু বকর সিদ্দিক (রা:)
হযরত ইমাম জাফর সাদেক (রহঃ)
হযরত শাইখ বায়েজিদ বোস্তামী (রহঃ)
হযরত আবুল হাসান খেরকানি (রহঃ)
হযরত খাজা আবু আলী ফার্মেদী (রহঃ)
হযরত খাজা আবু ইউসুফ হামাদানী (রহ)
হযরত খাজা আব্দুল খালিক গিজদিওয়ানি (রহঃ)
হযরত খাজা আরিফ রিওগারী (রহঃ)
হযরত খাজা মাহমুদ আনযির ফাগনবী (রহঃ)
হযরত খাজা আজিজানে আলী রামিতিনী (রহঃ)
হযরত খাজা মুহাম্মদ বাবা সাম্মাসী (রহ:)
হযরত খাজা সাইয়েদ আমীর কোলাল (রহঃ)

হযরত খাজা সাইয়েদ শাহ বাহাউদ্দিন নখশেবন্দ বুখারী (রহঃ)

হযরত খাজা আলাউদ্দিন আত্তার (রহ:)
হযরত খাজা ইয়াকুব চরখী (রহঃ)
হযরত খাজা ওবায়দুল্লাহ আহরার (রহ:)
হযরত মাওলানা জাহিদ (রহঃ)
হযরত খাজা দরবেশ মুহাম্মদ (রহঃ)
হযরত খাজা মুহাম্মদ আমকাংগী (রহঃ)
হযরত খাজা মুহাম্মদ বাকী বিল্লাহ (রহঃ)

হযরত ইমাম-এ-রব্বানী, মুজাদ্দেদ-ই- আলফেসানী, শাইখ আহমদ ফারুকী সেরহেন্দী (রহঃ)

হযরত খাজা মুহাম্মদ মাসুম (রহঃ)
হযরত খাজা শাইখ সাইফুদ্দিন মুজাদ্দেদী সেরহেন্দী (রহঃ)
হযরত সাইয়েদ নুর মুহাম্মদ বদাউনী (রহঃ)
হযরত শামসুদ্দিন হাবিবুল্লাহ মীর্জা মাজহারে জানে জানান শহীদ (রহঃ)
হযরত মাওলানা আব্দুল্লাহ শাহ গোলাম আলী মুহাদ্দিস দেহলেবী (রহঃ)
হযরত শাইখ আবু সাইদ ফারুকী মুজাদ্দেদী (রহঃ)
হযরত শাহ আহমদ সাইদ ফারুকী মুজাদ্দেদী (রহঃ)
হযরত মাওলানা শাহ ইরশাদ হুসাইন মুজাদ্দেদী রামপুরী (রহঃ)

হযরত মাওলানা শাহ হাফেজ ইনায়েতুল্লাহ খান (রহঃ)
হযরত শাহ হাফেজ হেমায়েতুল্লাহ খান (রহঃ)
হয রত মাওলানা মুফতী শাহ হেদায়েতুল্লাহ খান (রহঃ)
হযরত মাওলানা শাহ মুহাম্মাদুল্লাহ খান (রহঃ)
হযরত শাহ উবায়েদুল্লাহ খান (রহঃ)
হযরত শাহ জুনায়েদুল্লাহ খান (মা:জি)
———————————–
এই তরীকা পূর্বে তরীকায়ে খাজেগান নামে পরিচিত ছিল । এর প্রথম ইমাম ছিলেন হযরত আব্দুল খালিক গিজদাওয়ানী (রহঃ) এবং সপ্তম ইমাম ছিলেন হযরত খাজা বাহাউদ্দিন নখশেবন্দী (রহঃ)…। অবশেষ সপ্তম ইমামের নামানুসারে এই তরীকা নখশেবন্দিয়া তরীকা নামে পরিচিত হয়।

ভারতে ২য় সহস্রাব্দীর মুজাদ্দেদ, ইমামে রব্বানী শাইখ আহমদ ফারুকী সেরহেন্দী (রহঃ) এর আবির্ভাব হলে এই তরীকা তার নিকট পৌছে। তিনি এর মাধ্যমে আধ্যাতিক জগতের সর্বচ্চ স্থান অধিকার করেন। এই তরীকা অনুসারে আধ্যাতিক প্রশিক্ষণ প্রদান করেন। তাই এর পর থেকে তরীকাটি নখশেবন্দিয়া – মুজাদ্দেদীয়া তরীকা নামে অবিহীত হয়।

ভারতের আট জন বিখ্যাত আউলিয়ার মাধ্যমে এই তরীকা ক্রমাগত ভাবে তিনশ বছর প্রচারিত হয়ে রাম পুর খানকা-ই-ইনায়েতিয়া মুজাদ্দেদিয়ার প্রতিষ্ঠাতা হযরত হাফেয ইনায়েতুল্লাহ খান (রহঃ) এর নিকট এসে পৌছে।। তার প্রচারিত মিশনের কাজ আজও অব্যাহত আছে ।

হযরত হাফেয ইনায়তুল্লাহ খান (রহ:) এর ইন্তেকালের পর তার দুই পুত্র হাফেজ হিমায়তুল্লাহ খান এবং মুফতী হিদায়তুল্লাহ খান (রহঃ) পনের বছর পর্যন্ত পিতার মিশন অব্যাহত রাখেন।

তথ্যসূত্র :
নূরে মারেফাত
লেখক : হযরত শাহ উবায়েদুল্লাহ খান রামপুরী (রহঃ)

Comments

comments