খবরের বিস্তারিত...


অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদেরী (রহঃ) স্মরণে কে.এম.নুরুল ইসলাম হুলাইনীর কবিতা

জুলাই 29, 2018 অন্যান্য

জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া’র সফল অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদেরী (রহঃ) স্মরণে ॥
সুন্নিয়তের চারণ কবি,
॥কে.এম.নুরুল ইসলাম হুলাইনী ॥
******************

(১ম)

দ্বীন ও মিল্লাত , আহলে সুন্নাত

ওয়াল জামায়াতের ভুবন ।
শোকবিহবল , আঁখি ছলছল ,
হারিয়ে এ অতুল ধন ।
গোটা এশিয়ায় , খ্যাতির চুড়ায় ,
জামেয়ার অবস্হান ।
শানে সিরিকোট , সুনাম অটুট ,
পেছনে তাঁর অবদান ।
সুন্নীয়ত আঁকা , বিজয়পতাকা ,
রেখে গেছেন উড্ডীন ।
সেই সুদক্ষ , সেরা অধ্যক্ষ,
আল্লামা জালালউদ্দিন ।
কী মেধা-জ্ঞানে ! মধুর বয়ানে ,
অনুপম আখলাকে ।
অটুট আক্বীদা , অতুল প্রতিভা ,
আলা হযরত মাসলাকে ।
জমিয়তুল ফালাহ, করেন উজালা
বায়তুল মোকাররমেও ।
গভর্নর হন , ছিলেন আমরণ ,
ইসলামিক ফাউণ্ডেশনেও ।
স্বদেশে-বিদেশে , লাখো সমাবেশে,
সুধা ছড়াতেন যিনি ।
সুন্নী জনতার , মন-মণিকোঠার ,
শ্রেষ্ঠ আসনে তিনি ।
সুন্নী ঐক্যের , মহান লক্ষ্যের ,
তিনিই ছিলেন দিশা ।
তাঁকেই হারিয়ে , এই অসময়ে ,
নেমে এলো অমানিশা ।
মিথ্যে ফতোয়া, না করে পরোয়া.
করেননি তিনি সই।
পরিণতিতে, হলো ছেড়ে দিতে,
আপন রাজত্বই।

খোদায়ী মহিমা, নাই নাই সীমা,
তাহারি বদলাতেই।
উত্তম জাযা, বিশাল জানাজা,
জামেয়া ময়দানেই।

*

*

(২য়)

সুন্নীয়াতের হে নকীব ॥

কে.এম.নূরুল ইসলাম হুলাইনী
******************
অশ্রুজলে বিদায় জানাই
সুন্নীয়াতের হে নকীব ।
তোমার ছায়ায় সুন্নিয়াতকে
রেখেছ সদা সজীব ।
তুমি ছিলে সুন্নীয়াতের
অন্যতম অহংকার ।
তোমার ছায়া হারিয়ে আজ
হৃদয়জুড়ে হাহাকার ।
আল কোরানের চর্চা করতে
রুখতে ভ্রান্ত ,ঝুট ,বাতিল ।
তোমার দেয়া নামকরণে
দরসুল কোরান মাহফিল ।
যেদিকে তাকাই সেদিক যখন
অনৈক্য আর হতাশা ।
ঐক্যবদ্ধ ছুন্নীয়তের
তুমিই ছিলে ভরসা ।
ছুন্নীয়তের দুঃসময়ে
যাঁর ছিল খুব প্রয়োজন ।
তাঁকেই হারানোর বেদনায়
পুড়ছে হৃদয় অণুক্ষণ ।
শ্রদ্ধা জানাই প্রাণঢালা হে
সুন্নিয়াতের সুসন্তান ।
তোমার তরে রাখুন খোদা
জান্নাতে আ’লা মাকান ।

Comments

comments