কিয়ামতের দিন আল্লাহ্ ৭ ব্যক্তিকে আরশের ছায়ায় আশ্রয় দিবেন
~~~~~~~~~~ ওটা কারা জেনে নিন হাদীসটা ~~~~~~~~~~~
ණ: মুহাম্মদ ইবন বাশশার (রঃ)………… আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, নবী (সাঃ) বলেন, যে দিন আল্লাহ্র রহমতের ছায়া ব্যতীত অন্য কোন ছায়া থাকবে না, সেদিন সাত ব্যক্তিকে আল্লাহ্ তা’আলা তাঁর নিজের আরশের ছায়ায় আশ্রয় দিবেন
(০১) ন্যায়পরায়ণ শাসক ।
(০২) সে যুবক যার জীবন গড়ে উঠেছে তাঁর রবের ইবাদতের মধ্যে ।
(০৩) সে ব্যক্তি যার কলব মসজিদের সাথে লাগা রয়েছে ।
(০৪) সে দু’ ব্যক্তি যারা পরস্পরকে ভালবাসে আল্লাহ্র ওয়াস্তে, একত্র হয় আল্লাহ্র জন্য এবং পৃথকও হয় আল্লাহ্র জন্য ।
(০৫) সে ব্যক্তি যাকে কোন উচ্চ বংশীয় রূপসী নারী আহবান জানায়, কিন্তু সে এ বলে তা প্রত্যাখ্যান করে যে, ‘আমি আল্লাহ্কে ভয় করি’ ।
(০৬) সে ব্যক্তি যে এমন গোপনে দান করে যে, তাঁর ডান হাত যা খরচ করে বাম হাত তা জানে না ।
(০৭) সে ব্যক্তি যে নির্জনে আল্লাহ্র যিকর করে, ফলে তাঁর দু চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়।(সহীহ বুখারী শরিফঃ- ৬২৭, খণ্ডঃ- ০২)
(বিঃদ্রঃ– হে! আল্লাহ্ আমাদের সমস্ত রকম নেক উদ্দেশ্য কবুল করে জান্নাতবাসী করুন এই দোয়া হুজুর পাক (ﷺ) এর ওসিলা করে কবুল করুন। )
<====আমীন!!!