রসূল (দঃ) এর প্রেমে নিবেদিত প্রাণ হযরত আফিফা ( রাঃ) এর ঘটনা
৩য় হিজরীতে কাফেরদের সাথে উহুদ প্রান্তরে যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে কাফেরদের দ্বারা আঘাত পাপ্ত হলে, রাসূল পাক সঃ জ্ঞান হারিয়ে ফেললে কাফেররা ঘোষনা করল, মোহাম্মদ নিহত হয়েছেন। সংবাদ পেয়ে রাসূল সঃ এর আশেক প্রেমিকগন ঘরে থাকতে পারলেন না। মদীনার মহিলারা পর্যন্ত রাসূল সঃ এর মহব্বতে রাস্তায় বেরিয়ে পড়লেন।
আফিফা নামে এক মহিলা সাহাবা রাসূল সঃ এর শাহাদতের কথা শুনে সহ্য করতে না পেরে পাগলিনীর মত উহুদের দিকে দৌড়াচ্ছেন। পথে এক সাহাবীর সাথে দেখা, তিনি বললেন, আফিফা কোথায় যাচ্ছ? এ যুদ্ধে তোমার স্বামী শাহাদৎ বরন করেছে, আফিফা বলেন, ইন্নালিল্লাহ। বলো, দয়াল রাসূল সঃ কেমন আছেন?
কিছু দূর গেলে অন্য এক সাহাবি বলেন, হে মহিলা পাগলের মত কোথায় যাচ্ছ? তোমার পিতা এ যুদ্ধে শাহাদৎ বরন করেছে। আফিফা বলেন, ইন্নালিল্লাহ। বল, দয়াল রাসূল সঃ কেমন আছেন? আরও কিছু দূর অগ্রসর হলে এক সাহাবি বলল, হে আফিফা, পাগল হয়ে কোথায় যাচ্ছ ? তুমি জাননা এ যুদ্ধে তোমার সন্তান ও ভাই শাহাদৎ বরন করেছে। আফিফা বলেন, ইন্নালিল্লাহ। বলো দয়াল রাসূল সঃ কোথায় আছেন ? কেমন আছেন? ঐ সাহাবী বললেন বোন ! তোমাদের মত আশেকদের জন্যই আল্লাহ তার রাসূলকে বাচিয়ে রেখেছেন !
সাহাবীর কাছে সংবাদ পেয়ে আফিফা পাগলের মত দৌড়িয়ে পাহাড়ের চুড়ায় গিয়ে বলিতেছিলেন, ইয়া রাসূল আল্লাহ এ যুদ্ধে আমার স্বামী, আমার পিতা, আমার সন্তান, আমার ভাই শহীদ হয়েছে, আমার মনে কোন দুঃখ নেই, আপনাকে দেখে আমার মনের সকল জ্বালা যন্ত্রনা দূর হয়ে গেছে।
সুতরাং দেখা যায়, সকল সম্পর্কের চেয়ে আমার দয়াল রাসূলের সম্পর্ক যে কত বেশী, আফিফা ( রাঃ) এর ঘটনায় তা সুস্পষ্ট হয়ে ওঠে।