চাঁদপুর হাজীগঞ্জ উপজেলা ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন এর ইসলামী ছাত্রসেনার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের রাজনৈতিক সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর আদর্শবাহী ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ উপজেলাধীন ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন শাখা কাউন্সিল গত বৃহস্পতিবার বিকাল ৩ঘটিকায় ভূঁইয়া পল্লী ক্যাডেট একাডেমি মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
উক্ত কাউন্সিল অধিবেশনে মাস্টার জুবাইর আল মাহমুদের সঞ্চালনায় এবং মো: আব্দুর রহমান দুলাল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা সহ সাধারণ সম্পাদক মাস্টার এম. মোতাছিম বিল্লাহ।স্বাগত বক্তব্য রাখেন মাস্টার মো: দেলোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট হাজীগঞ্জ উপজেলা সভাপতি মো: জাকির হোসেন মিয়াজী, সহ-সভাপতি মাস্টার এম. মনজুর আলম পাটওয়ারী, ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ উপজেলা সভাপতি মো: দিদারুল আলম, সাধারণ সম্পাদক হা: খোরশেদ আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন হা: মো: ইসমাইল হোসেন, নজরুল ইসলাম রুবেল। এ সময় ছাত্রসেনার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হাফেজ এমরান হোসেন বাবুকে সভাপতি ও মো: নজরুল ইসলাম রুবেলকে সাধারণ সম্পাদক করে ইসলামী ছাত্রসেনা ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।