খবরের বিস্তারিত...


সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করতে হবে —- ইসলামী ছাত্রসেনা

সেপ্টে. 08, 2018 সাংগঠনিক খবর

৮ সেপ্টেম্বর’১৮ইং শনিবার সকাল ১০টায় সরকারি চাকুরীতে প্রবেশের বয়সসীমা নূন্যতম ৩৫ বছর করার দাবিতে ইসলামী ছাত্রসেনা জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করে। এতে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর অর্থ সচিব ও ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ শাহীদুল আলম রিজভী।

প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনার সাবেক সভাপতি এম মনির হোসাইন। মানববন্ধনে বক্তারা সরকারি চাকুরীতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরে বলেন, “উন্নয়নশীল দেশের স্তর থেকে বাংলাদেশ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যেই সরকারি চাকুরীতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, সুইডেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অধিকাংশ দেশেই এ বয়সসীমা ৪০ থেকে ৫৯ বছর। সে হিসেবে বাংলাদেশের এ বিশাল জনগোষ্ঠিকে জনসম্পদে পরিণত করতে হলে নিদেনপক্ষে ৩৫ বছরে উন্নীত করা আজ সময়ের দাবী।” এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক ছাত্রনেতা ছৈয়দ গোলাম হায়দার হাছিব, সহ সাধারন সম্পাদক ছাত্রনেতা সৈয়দ আবু সায়িদ শাফিন, ছাত্রনেতা রাহাত হাসান, বিভাগীয় সম্পাদক এস এম মোস্তফা কামাল, ঢাকা মহানগর সেক্রেটারী আলী আকবর, শেখ হেলাল, মোঃ ইমরান প্রমূখ।

Comments

comments