খবরের বিস্তারিত...


নারায়ণগঞ্জ ইসলামী ছাত্রসেনা ফতুল্লা থানা শাখার উদ্যোগে শোহাদায়ে কারবালার মাহফিল সম্পন্ন

সেপ্টে. 23, 2018 সাংগঠনিক খবর

 

ইসলামী ছাত্রসেনা ফতুল্লা থানা শাখার নেতাকর্মীদের উদ্যোগে পবিত্র শোহাদায়ে কারবালা ও আহলে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্মরনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা নারায়নগঞ্জ জেলার সভাপতি- মোঃ রাহাত হাসান রাব্বী

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ ইমরান খন্দকার, অর্থ- সম্পাদক,ইসলামী ছাত্রসেনা নাঃগঞ্জ মহানগর । মোঃ ইশতিয়াক ফারুক সানী, প্রচার-সম্পাদক- ইসলামী ছাত্রসেনা নাঃগঞ্জ মহানগর।

মোঃ মাসুম মাহমুদ, সভাপতি-ইসলামী ছাত্রসেনা ফতুল্লা থানা ।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্রনেতা রাহাত হাসান রাব্বী বলেন- ” ইসলাম শান্তির ধর্ম এখানে কোন মাদক সন্ত্রাস ও জঙ্গীবাদের ঠাই নাই।ইসলাম মানবতার কথা বলে ত্যাগের কথা।কারবালার ময়দানে ইমাম হুসাইন রাঃ ত্যাগের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কোন তরবারির আঘাতে নয় বোমাবাজির মাধ্যমে নয়।এই শান্তির ধর্ম ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যই আওলাদে রাসূল ইমাম হুসাইন রাঃ নিজের জীবন এবং তার আহলে বায়াত এর জীবনকে শহীদ করে গিয়েছেন সেখান থেকে শিহ্মা নিয়ে আমাদেরকে সমাজে কুরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যেতে হবে।সমাজের প্রত্যেকটি স্তরে নবিজীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। মানবরচিত মতবাদের কারনে আজকে সমাজে এত অশান্তি,অন্যায়,অত্যাচার পাপাচার যদি মানুষের অন্তরে নবীপ্রেম ও আল্লাহ ভীত হতো তাহলে আজ সমাজে শান্তি বিরাজ করতো।তাই আসুন মানবরচিত মতবাদ ছেড়ে দিয়ে কুরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী ছাত্রসেনার পতাকাতলে আসুন।মাদক সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনের অঙ্গিকার গ্রহন করে নিজে জাহান্নামের আগুন থেকে বাচুন অপর ভাইকে জাহান্নামের আগুন থেকে বাচান।”

এতে আরো উপস্থিত ছিলেন- মোঃশুভ,আমির হামজা,শাওন,হাসান,আবিদ সহ প্রমুখ ।

 

সভাপতিত্ব করেন-বিশিষ্ট্য সমাজ সেবক, মোঃজুয়েল শেখ ।

Comments

comments