খবরের বিস্তারিত...


তাঁর উসিলায় বৃষ্টি হলো

এপ্রিল 22, 2019 আক্বীদা

ইব্‌ন আসাকির নিজ ইতিহাস গ্রন্থে জালহামা ইব্‌ন আরকাত থেকে বর্ননা করেন, জালহামা বলেনঃ আমি যখন মক্কায় এলাম তখন খরাজনিত দুর্ভিক্ষ সেখানে । কুরায়শের লোকজন আবু তালিবের কাছে গিয়ে বললঃ

হে আবু তালিব ! দেশে খরার কারণে বড় দুর্ভিক্ষ । ক্ষুধায় মানুষ মরছে । চলুন যাই, বৃষ্টির জন্য দোয়া করি ।

এ কথায় আবু তালিব বের হলেন । তাঁর সাথে এমন অনিন্দ্য সুন্দর এক বালক ছিল । দেখে মনে হলো কালমেঘ ফাঁক করে সূর্য বের হয়ে এলো । তাঁর চারপাশে আরো ছোট ছোট শিশু ছিল । আবু তালিব সে বালকের হাত ধরে এগিয়ে গিয়ে কাবার দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালেন এবং নিজের আঙ্গুল দিয়ে বালককে স্পর্শ করলেন ।
আকাশে তখন একটুও মেঘ ছিল না । অল্পক্ষণের মধ্যেই আকাশের চারদিক মেঘে ছেয়ে গেল । প্রবল বৃষ্টি হল । সারা এলাকা প্লাবিত হয়ে গেল । শহর ও গ্রাম সুজলা ও সবুজ হয়ে গেল ।
এ ঘটনা সম্পর্কে আবু তালিব বলেন , তাঁর [মুহাম্মদ (সঃ) এর] নূরোজ্জল মুখমডলের উসিলায় মেঘমালাও সিক্ত হয় । তিনি এতিমের আশ্রয় ও বিধবাদের অভিভাবক । হাশেমীরা বিবাদে তারই উসিলা নেয় । নিয়ামত ও মর্যাদা লাভ করে ।

তথ্যসূত্র

  • মাদারেজুন্নবুওয়ত
  • খাসায়েসুল কোবরা
  • রাসুলুল্লাহ (সঃ) এর জীবনে আল্লাহর কুদরত ও রুহানিয়াত (লেখকঃ মাওলানা মুহাম্মদ আব্দুল গফুর হামিদী, প্রকাশকঃ ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ)

Comments

comments