খবরের বিস্তারিত...


শিশু মুহাম্মদ (সাঃ) এর চাঁদের সাথে কথা বলা

এপ্রিল 22, 2019 আক্বীদা

হযরত আব্বাস ইব্‌ন আব্দুল মুত্তালিব রেওয়ায়েত করেন যে, তিনি রাসূলুল্লাহ (সাঃ) কে (ইসলাম গ্রহণের পর) বললেনঃ ইয়া রাসুলুল্লাহ্‌ (সঃ) আমি আপনার নবুওয়াতের ঐ আলামত দেখেছিলাম বলে ঈমান এনেছি যে, আপনি (শিশু অবস্থায়) চাঁদের সাথে কথাবার্তা বলেছিলেন । তাঁর দিকে আঙ্গুল দিয়ে ইশারা করেছিলেন । আপনি যেদিকে ইশারা করতেন চাঁদ সেদিকেই হেলত ।
রাসুলুল্লাহ (সঃ) ইরশাদ করলেন-

আমি চাঁদের সাথে কথা বলছিলাম, চাঁদ আমার সাথে কথা বলছিল । সে আমার ক্রন্দনে সান্ত্বনা দিচ্ছিল । চাঁদ যখন আল্লাহ্‌র আরশের নিচে সিজদা করে আমি তাঁর তাসবীহ শুনতে পাই ।

তথ্যসূত্র

  • বায়হাকী
  • রাসুলুল্লাহ (সঃ) এর জীবনে আল্লাহর কুদরত ও রুহানিয়াত (লেখকঃ মাওলানা মুহাম্মদ আব্দুল গফুর হামিদী, প্রকাশকঃ ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ)

Comments

comments