ফটিকছড়ি উপজেলা কর্তৃক ছাত্রসেনার প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ইসলামী ছাত্রসেনা ফটিকছড়ি উপজেলা শাখার আয়োজনে ৩১জানুয়ারি বিকাল ৩ঘটিকা হতে খলিফাতুর রাসূল হযরত আবু বকর ছিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ও হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারীর ফাতেহা শরীফ এবং সংগঠনের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে। ইসলামী ছাত্রসেনা ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি আলমগীর মাসুদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা শাখার সহ-সভাপতি জননেতা অধ্যাপক রমজান আলী রেজভী। বিশেষ অতিথি ছিলেন হাফেজ মুহাম্মদ হেলাল উদ্দীন। উপস্থিত ছিলেন ছাত্রনেতা আব্দুল কাদের, কুতুব উদ্দীন, শামসুল আলম হেলালী, দৌলত হোসাইন, হাফেজ এমরান, হাসান উদ্দীন, আজিজুল হক, হাছানুজ্জামান প্রমুখ। মিলাদ শরীফ পরিচালনা করেন ফ্রন্ট নেতা জনাব আহমদ উল্লাহ তৈয়্যব। খতমে কোরআন, আলোচনা সভা, মিলাদ ও দোয়া-মোনাজাতের মাধ্যমে কর্মসূচী শুভ সমাপ্তি হয়।