বাঁশখালী (উত্তর) শাখার উদ্যোগে ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গত ২৩ জানুয়ারী সকাল ১০টায় ইসলামী ছাত্রসেনা বাঁশখালী (উত্তর) শাখার ব্যবস্থাপনায় ছাত্রসেনার ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং এ উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্টান অনুষ্টিত হয়। ছাত্রসেনা বাঁশখালী (উত্তর) শাখার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক ছাত্রনেতা ইফাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত এ অনুষ্টানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার অর্থ সম্পাদক জননেতা মাস্টার মুহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত বাঁশখালী উপজেলার সভাপতি মাওলানা নুরুল আহল ফয়েজ নঈমী। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা এস এম আবু নাছের আজিমী, জননেতা তমিজ উদ্দিন চৌধুরী বাদল, জননেতা মারুনুর রশিদ মামুন সহ উপজেলা নেতৃবৃন্দ।
অনুষ্টানের প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সহ সাধারন সম্পাদক ছাত্রনেতা কাজী সুলতান আহমদ।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ছাত্রনেতা ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন জাহেদ, বাঁশখালী (উত্তর) শাখার সাবেক সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মুনির উদ্দিন সহ উপজেলা নেতৃবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা (উত্তর) শাখার সাধারন সম্পাদক ছাত্রনেতা আকরামুল হক, সহ সাধারন সম্পাদক ছাত্রনেতা মোঃ নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা এম মিজানুর রহমান, কুতুবুল ইসলাম, মোঃ শিহাব উদ্দিন, মোঃ হাসান সহ আওতাধীন শাখা থেকে আগত নেতাকর্মী।
অনুষ্টানের ৩য় পর্বে কেক কেটে ছাত্রসেনার ৪১ বছর ফুর্তি উদযাপন করা হয়।
অনুষ্টান শেষে অতিথিবৃন্দ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন। কুইজ প্রতিযোগিতায় থানা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে ছাত্রসেনা ৩নং খানখানাবাদ ইউনিয়ন শাখার দপ্তর সম্পাদক মুহাম্মদ রবিউল হাছান।