আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় পরিষদ এর আলোচনা সভা ও পুরস্কার বিতরন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ এর আলোচনা সভা ও পুরস্কার বিতরন।২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ এর উদ্যোগে এক আলোচনা সভা ও কেন্দ্রীয় পরিষদ ঘোষিত বই পড়া কর্মসূচির পুরস্কার বিতরন অনুষ্ঠান পুরানা পল্টনস্থ শহীদ হালিম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা এ.বি.এম. আরাফাত মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা মোশাররফ হোসেন হেলালী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সচিব এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধরী রিজভি, অর্থ সম্পাদক এডভোকেট শাহিদুল আলম রিজভী সহ প্রমূখ।অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা শেখ ফরিদ মজুমদার। অনুষ্ঠানে ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় ও ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ, গাজীপুর জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।