আল্লামা এস.এম. হুজ্জাতুল্লাহ্ নক্সবন্দীকে ‘ডক্টর অব পিলোসোফী’ অর্জন করায় সংবর্ধনা
আল্লামা এস.এম. হুজ্জাতুল্লাহ্ নক্সবন্দীকে ‘ডক্টর অব পিলোসোফী’ অর্জন করায় সংবর্ধনা চান্দ্রা দরবার শরীফের পীর আল্লামা এস.এম. হুজ্জাতুল্লাহ্ নক্সবন্দীকে ‘ডক্টর অব পিলোসোফী’ অর্জন করায় চাঁদপুর জেলা ইসলামিক ফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনার পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।রোটারী ক্লাব অব চাঁদপুরের হলরুমে সোমবার সকালে এই সংবর্ধনার আয়োজন করা হয়।তিনি সূফী মতবাদে মোজাদ্দেদে আলফেসানীর সংস্কার বিষয়ক ‘ডক্টর অব পিলোসোফী’ অর্জন করেন।ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার যৌথ শাখার উদ্যোগে সংবর্ধণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফ্রন্ট চাঁদপুর জেলা সভাপতি অধ্যক্ষ আল্লামা মফিজুল ইসলাম আল আবেদী।বক্তব্য প্রদান করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক মুফতী আবুল হাশেম শাহ্ মিয়াজী, সহসভাপতি মাও. মিজানুর রহমান, ফরিদগঞ্জ মাজিদীয়া ফাজিল মাদরাসার মুহাদ্দীস মাওলানা নিজাম উদ্দিন নোমানী, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক পীরজাদা খাজা জুবাইর আল মাহমুদ, প্রভাষক মো. আনিসুর রহমান প্রমুখ।এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।এ সময় বক্তারা আল্লামা এস.এম. হুজ্জাতুল্লাহ্ নক্সবন্দীর অর্জনকে ইসলামের খেদমতে মহান আল্লাহ কবুল করার আহবান জানান।অনুষ্ঠানে মিলাদ ও ক্বীয়াম পরিচালনা করেন আল্লামা জালাল উদ্দীন জিহাদী।