বাংলার ধূসর প্রান্তরে মেঠো পথ পাড়ি দিয়ে রাহবার এগিয়ে চলেছেন কিল্লাজয়ের শপথ নিয়ে
বৃহত্তর ময়মনসিংহ বিভাগের দীর্ঘদিন চারদিনের সফরের শেষ মূহুর্তে বিশিষ্ট আলেমেদ্বীন মুহাদ্দিস আল্লামা সাইদুর রহমান সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শিক্ষার্থী, শিক্ষাবিদ, প্রফেসর,মুফতি,মুহাদ্দিস আলেমদের সমন্বয়ে ময়মনসিংহ জেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা এবং ময়মনসিংহ মহানগরসহ ফ্রন্ট-সেনার মোট তিন (৩) টি আহবায়ক কমিটি গঠন করতঃ শুম্বগন্জ মোড় জামে মসজিদে উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন সংগঠনের মাননীয় মহাসচিব জননেতা অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর হুজুর,ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা এ,বি,এম আরাফাত মোল্লা ভাই। গঠিত ফ্রন্ট সেনার আহবায়ক কমিটি ঘোষণা করছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক এম এম নাঈম উদ্দীন এবং ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুনির উদ্দীন।
১৭-০৩-২১ ইং,বুধবার। বিকাল ৪ টা।শুম্বগন্জ মোড় জামে মসজিদ, কিশোরগঞ্জ রোড়,ময়মনসিংহ জেলা।