ময়মনসিংহ সাংগঠনিক সফর ও মতবিনিময়
দ্বীনি আন্দোলনের নেতাকর্মীদের উজ্জীবিত হৃদয়ের জন্য মহান সূফীদের দর্শন লাভ করা একান্তই জরুরী। ইসলামী আন্দোলনকে ত্বরান্বিত করতে সূফীদের আধ্যাত্মিক শক্তির বিকল্প নেই। বাংলাদেশের সুন্নীয়তের রাজনৈতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর হুজুরের নেতৃত্বে বৃহত্তর ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সফরের অংশ হিসাবে বিখ্যাত সূফী মাওলানা জহিরুল ইসলাম আকন্দ সাহেবের বাসভবনে উঁনার সভাপতিত্বে স্থানীয় সুন্নী ছাত্র-যুবক এবং এলাকার মুরব্বিদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় প্রতিনিধি দল।সত্তোরোর্ধ মহান এই সূফী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং ইসলামী ছাত্রসেনার সকল নেতাকর্মীদের জন্য বিশেষ দোয়া করেন এবং নিজের সন্তান মুহাম্মদ জাকিরকে ইসলামী ছাত্রসেনার পাঠশালায় নিয়োজিত থাকার তাগিদসহ আমৃত্যু এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার নির্দেশ দেন।খালেকিয়া খানকাহ শরীফ,নান্দাইল,
ময়মনসিংহ। ১৭-০৩-২১ ইং,বুধবার।দুপুর ১২.৩০।