ভোলা জেলা শাখার আহবায়ক কমিটি গঠনোত্তর মতবিনিময় সভা সম্পন্ন
সময়ের সাথে পাল্লা দিয়ে চললে কাজের অগ্রগতি আসবেই। পরিশ্রম আমাদের, সফলতা মহান মুনিবের ইচ্ছে অনুযায়ী আসবে।সাংগঠনিক মাঠ চষে বেড়ানোর দৃঢ়প্রতিজ্ঞা থেকেই পথচলা।
চারিদিকে মুসলিমনামধারী নবীদ্রোহীদের দৌরাত্ম্যার সীসাঢালা প্রাচীর ভাঙতে হলে মাঠ গোছানোর কাজই বেশি করতে হবে।বিন্দু থেকে সিন্ধু হবে ইনশাল্লাহ।
কোরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে গঠিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা ভোলা জেলা শাখা আহবায়ক কমিটি গঠনোত্তর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র মাননীয় মহাসচিব জননেতা অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর হুজুর, লক্ষীপুর জেলা ইসলামিক ফ্রন্টের সভাপতি আল্লামা মুফতি হেলাল উদ্দীন আল কাদেরী, চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম নেজামী,ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুনির উদ্দীন।
স্থান- কালিরহাট,বোরহান উদ্দীন উপজেলা, ভোলা।
৩১-০৩-২০২১ ইং,বুধবার। বিকাল রাত ১১ টা।