ইমামে রাব্বানী দরবার শরীফ এ মতবিনিময়
মেধানির্ভর ও আগামীর যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে সবাইকে অধিক পড়াশোনা করতে হবে–ছাত্রনেতা ফরিদ মজুমদার।
আগামী ০৩ ডিসেম্বর -দেশব্যাপী অনুগামী পরীক্ষা -২০২২ বাস্তবায়ন করতে হবে।
ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ এর সঙ্গে বিভিন্ন জেলা ও উপজেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার ইমামে রাব্বানী দরবার শরীফ এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সভাপতি জননেতা এম মনির হোসাইন,প্রধান বক্তা ছাত্রনেতা ফরিদ মজুমদার,বিশেষ অতিথি ও কর্মীস্তর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ছাত্রনেতা সৈয়দ গোলাম হায়দার হাসিব,এম ইউসুফ হাসান মাহমুদী,মিজানুর রহমান,ঈসমাইল হোসেন, হাফেজ সাখাওয়াত সহ প্রমুখ।এ ছাড়াও উপস্হিত ছিলেন কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।