খবরের বিস্তারিত...


ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগরে উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

ফেব্রু. 22, 2023 সাংগঠনিক খবর

ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগরের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মহানগর ছাত্রসেনা সভাপতি কাউছারুল ইসলাম সোহেল বলেন, ২১ ফেব্রুয়ারি বাঙ্গালি জাতির জন্য এক অবিস্মরণিয় দিন, আত্মদানের মাধ্যমে মাতৃভাষার মর্যাদা রক্ষার অবদানকে স্মরণের দিন। বাঙালির আন্দোলন সংগ্রামের মাধ্যমে অর্জিত এই অর্জন আজ বিশ্বব্যাপী স্বীকৃত। কিন্তু উদ্বেগের বিষয় হলো বর্তমান সময়ে আধুনিকতার অজুহাতে মাতৃভাষা চর্চা হতে দূরে সরে যাচ্ছে তরুণ ও যুব সমাজ। তাই দেশের সর্বস্তরে বাংলা চর্চা নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি আঞ্চলিক ভাষা রক্ষার জন্য সরকার ও সংশ্লিষ্ট সকলের আশু পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।
ইশতিয়াক বাদশা রাফি’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল, আবুল হাশেম রাশেদ, শহীদুল ইসলাম, জয়নাল আবেদিন, খালেক মাসুদ, আবুবকর সিদ্দিক, , ইমরান মুনিরী, আব্বাস উদ্দিন, মোরশেদ, শহিদ রিজভী প্রমুখ।
আলোচনা সভা শেষে ভাষা শহীদদের স্মরণে ফাতেহা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Comments

comments