খবরের বিস্তারিত...


কুমিল্লা জেলার উদ্যোগে পবিত্র কিয়ামুল লাইল মাহফিল সম্পন্ন।

এপ্রিল 09, 2023 সাংগঠনিক খবর

ইসলামী ছাত্রসেনা কুমিল্লা জেলার উদ্যোগে পবিত্র কিয়ামুল লাইল মাহফিল সম্পন্ন।

ব্যক্তিজীবনের পরিশুদ্ধতার জন্য আত্মিক পরিশুদ্ধির কোনো বিকল্প নেই। রাত্রি জাগরণের মাধ্যমে নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে প্রভুর কুদরতি কদমে নিজেকে সোপর্দ করার মাধ্যমে বান্দা নিজের জীবনে আমূল পরিবর্তন আনতে পারে। এতে করে বান্দার জাগতিক ও আধ্যাত্মিক উভয় জীবনে উন্নতি ঘটে।
ইসলামী ছাত্রসেনা কুমিল্লা জেলার উদ্যোগে জেলা কার্যালয়ে আয়োজিত পবিত্র কিয়ামুল লাইল মাহফিলে বক্তারা উপর্যুক্ত মন্তব্য করেন।
ইসলামী ছাত্রসেনা কুমিল্লা জেলার সভাপতি ছাত্রনেতা কে. এম. শামীম আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ তোফাজ্জল হোসেন তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলার সভাপতি জননেতা মীর মুহাম্মদ আবু বাকার সিদ্দিকী। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ইমদাদুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলার সহ-সভাপতি জননেতা মুহাম্মদ মহিউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক জননেতা মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন আজমী, ইসলামিক যুবফ্রন্ট কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য যুবনেতা এস. এম. গোলাম হায়দার হাসিব, ইসলামী ছাত্রসেনা কুমিল্লা মহানগরের সাধারণ সম্পাদক ছাত্রনেতা গাজী মনিরুল ইসলাম।
আলোচনায় অংশ নেন ইসলামী ছাত্রসেনা কুমিল্লা জেলার সহ-সভাপতি মুহাম্মদ জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কে. এম. নজরুল ইসলাম, সাহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দীন শিপন, অর্থ সম্পাদক মুহাম্মদ ফজলে রাব্বি প্রমুখ।

Comments

comments