ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে প্রথম ধাপে চারটি জেলায় সাংগঠনিক সফর সম্পন্ন
ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জেলাভিত্তিক সাংগঠনিক সফর ২৬ এপ্রিল ২০২৩ ইং থেকে শুরু হয়েছে। ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সফরের নেতৃত্ব দেন। প্রথম ধাপে চারটি জেলার সাথে মতবিনিময় সম্পন্ন হয়েছে।
ফেনী জেলা: ২৬ এপ্রিল ২০২৩ ইং ইসলামী ছাত্রসেনা ফেনী জেলার সাথে মতবিনিময় করেছে ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ। এ মতবিনিময়ে নেতৃত্ব দেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ ফরিদ মজুমদার। এ সময় ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের দপ্তর সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হবিগঞ্জ জেলা: ২৬ এপ্রিল ২০২৩ ইং সকাল দশটায় দলীয় কার্যালয়ে ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ জেলার সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়ের নেতৃত্ব দেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ইমদাদুল ইসলাম। উক্ত মতবিনিময়ে কেন্দ্রীয় ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মুফতি বদরুর রেজা সেলিম, জেলা ফ্রন্টের সভাপতি মুফতি মুহাম্মদ আব্দুল মুমিন, সাধারণ সম্পাদক মাওলানা ছায়েদুর রহমান, কেন্দ্রীয় সেনার সহ-সভাপতি মুহাম্মদ ওলীউর রহমান, মুহাম্মদ মাসরুর রহমান, শেখ মকসুদুর রহমান, মুহাম্মদ মহসিন সর্দার, মুহাম্মদ আব্দুল হান্নান, আফজল রেজাসহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার জেলা: ২৬ এপ্রিল ২০২৩ বিকাল চারটায় ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময়ের নেতৃত্ব দেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ইমদাদুল ইসলাম। এতে ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি মুহাম্মদ ওলীউর রহমান, মুহাম্মদ মাসরুর রহমান, মুহাম্মদ জায়েদ রেজা, মুহাম্মদ আব্দুল হক, মুহাম্মদ মঈনুল ইসলামসহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নোয়াখালী জেলা: ২৭ এপ্রিল ২০২৩ ইং সকাল ১০:০০ টায় ইসলামী ছাত্রসেনা নোয়াখালী জেলার সাথে মতবিনিময় সম্পন্ন করেছে ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ। মতবিনিময়ের নেতৃত্ব দেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ইমদাদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নোয়াখালী জেলার সভাপতি অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ শামছুদ্দোহা, লক্ষ্মীপুর জেলার সভাপতি আল্লামা মুহাম্মদ হেলাল উদ্দিন আল কাদেরী, ইসলামিক যুবফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আহবায়ক মাওলানা মুহাম্মদ মনির হোসাইন, মাওলানা মুহাম্মদ শাহ আলম, মুহাম্মদ মাসরুর রহমান, মুহাম্মদ দেলোয়ার হোসেন, মুহাম্মদ ইসরাফিল হাবিব প্রমুখ।