ইসলামী ছাত্রসেনা ফেনী জেলার উদ্যোগে শহীদ হালিম দিবস উদযাপিত
ফেনী জেলা প্রতিনিধি: ইসলামী ছাত্রসেনা ফেনী জেলার উদ্যোগে ১০ এপ্রিল শহীদ হালিম দিবস আজ ১০ এপ্রিল, সোমবার, সকাল ১০:০০ টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্রসেনা ফেনী জেলার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ আবু বকর সিদ্দিক এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ফেনী জেলার সভাপতি জননেতা মুহাম্মদ মহিউদ্দিন। প্রধান আলোচক ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ফেনী জেলার সাধারন সম্পাদক জননেতা মাওলানা জাকির হোসাইন চৌধুরী। আলোচনায় অংশ নেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ফেনী জেলার নেতৃবৃন্দ ও ছাত্রসেনা ফেনী জেলার সম্পাদক ও সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে শহীদ আব্দুল হালিম (রহ.) সহ দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ফেনী জেলার সহ-সাধারন সম্পাদক মাওলানা সিরাজ উল্লাহ।