ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
দেশের স্বার্থান্বেষী বড় দুইটি রাজনৈতিক দল দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে
ইসলামী ছাত্রসেনার আলোচনা সভায় আল্লামা বাহাদুর শাহ মোজাদ্দেদী
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র চেয়ারম্যান আওলাদে রাসুল আল্লামা সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন, রাষ্ট্র হলো একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব। আর এতে সবচেয়ে বেশি মূখ্য ভূমিকা থাকে দেশের রাজনৈতিক দলসমূহের। দুঃখজনক হলেও সত্য যে, বাংলাদেশে বর্তমানে তার বিপরীতটাই বিদ্যমান। স্বাধীনতার পর থেকে এদেশে কখনো সামরিক সরকার আবার কখনো ছদ্মবেশী স্বার্থান্বেষী সরকারের অবিচারের নীরব যাঁতাকলে পিষ্ট হয়েছে এদেশের মানুষের অধিকার। বর্তমানেও দেশের বড় দুইটি দলের রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ের কারণে দেশের মানুষ নাজুক পরিস্থিতির শিকার হয়ে দুর্দশাগ্রস্ত জীবনযাপন করছে। দেশের বিদ্যমান পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন দেশ। বহির্বিশ্বের অবৈধ প্রভাবমুক্ত স্বাধীন জীবনযাপন এদেশের মানুষের অধিকার। রাজনৈতিক দলগুলোর ক্ষমতা দখলের লড়াইয়ের প্রেক্ষাপটে বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে বিশ্বমোড়লদের হস্তক্ষেপের প্রচেষ্টা এদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। এর দায়ভার ক্ষমতাসীন দল এবং বিরোধী দলের কেউই এড়াতে পারে না। ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে শহীদ হালিম দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও ইসলামী ছাত্রসেনার মরহুম সাবেক নেতৃবৃন্দের স্মরণে ঢাকার শহীদ আব্দুল হালিম মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত মন্তব্য করেন। প্রধান আলোচকের বক্তব্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, দেশের বড় দলগুলো কখনোই তত্ত্বাবধায়ক সরকারের দাবি মন থেকে চায়নি। বরং তারা এটাকে তাদের ক্ষমতায় আরোহনের হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করেছে। অথচ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ শুরু থেকেই স্বাধীন নির্বাচন কমিশনের কথা বলে এসেছে। কিন্তু ক্ষমতা হারানোর ভয়ে কোনো ক্ষমতাসীন দলই নির্বাচন কমিশনকে স্বাধীনতা দেয়নি। আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে এদেশে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করে তিনি আরো বলেন, গণতন্ত্রের খোলসে অগণতান্ত্রিক নির্বাচনের আয়োজন দেশ এবং দেশের জানমালকে যেভাবে হুমকির মুখে ঠেলে দিচ্ছে তা বাংলাদেশের জন্য বিশ্বদরবারে লজ্জাজনক বিষয়। ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ ফরিদ মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ইমদাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় চেয়ারম্যান জননেতা আল্লামা সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী। প্রধান আলোচক ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মাননীয় মহাসচিব জননেতা অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। আলোচনায় অংশ নেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম. ইবরাহীম আখতারী, আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদী, এডভোকেট এ. এম. এম. একরামুল হক, যুগ্ম মহাসচিব স. ম. হামেদ হোসাইন, আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা মোশাররফ হোসাইন হেলালী, এইচ. এম. মুজিবুল হক শাকুর, অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ জসীম উদ্দীন তৈয়বী, আমজাদ আলী লিটন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, অধ্যক্ষ এম. এ. রব, তরিকুল হাসান লিংকন, অর্থ সম্পাদক এ. এস. এম. কাউছার, দপ্তর সম্পাদক এ. এম. মঈনুদ্দিন চৌধুরী হালিম, প্রচার সম্পাদক আল্লামা হেলাল উদ্দিন আল কাদেরী, অধ্যক্ষ মুহাম্মদ মফিজুর রহমান, মুফতি মাওলানা রফিকুল ইসলাম নেজামী, আলহাজ্ব মুহাম্মদ মোজাম্মেল হক, মাওলানা নিজাম উদ্দিন নোমানী, কফিল উদ্দিন রানা, এডভোকেট ইমদাদুল হক পাটোয়ারী, এডভোকেট মুহাম্মদ জসীম উদ্দীন মাহমুদ, ছাত্রনেতা মুহাম্মদ শাহিনুর আলম, মুহাম্মদ রুবায়েত মুনতাসির, মুহাম্মদ আবু বকর প্রমুখ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিবৃন্দ কুইজ প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন। পরিশেষে ইসলামী ছাত্রসেনার মরহুম সাবেক নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র চেয়ারম্যান আল্লামা সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী।