ইসলামী ছাত্রসেনা ফেনী জেলার কাউন্সিল সম্পন্ন
ফেনী জেলা প্রতিনিধি: ইসলামী ছাত্রসেনা ফেনী জেলার কাউন্সিল ১২ আগস্ট ২০২৩ ইং, শনিবার মিজান রোড ক্রাউন ওয়েস্ট চাইনিজ রেস্টুরেন্টে ইসলামী ছাত্রসেনা ফেনী জেলার সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রতিনিধি সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা ও দায়রা জজ আদালত এর সম্মানিত এডভোকেট সাইফ উদ্দিন মজুমদার শাহীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ফেনী জেলার সভাপতি জননেতা মাওলানা মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ফেনী জেলার সাধারণ সম্পাদক জননেতা মাওলানা জাকির হোসাইন চৌধুরী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ফেনী জেলার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জনাব শেখ ফরিদ উদ্দিন আত্তার, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ফেনী জেলার শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক জনাব মাহমুদ আলম টিপু, ইসলামিক যুবফ্রন্ট, ফেনী জেলার আহবায়ক যুবনেতা মুহাম্মদ কামরুদ্দিন তারেক, ইসলামিক যুবফ্রন্ট, ফেনী জেলার সচিব যুবনেতা ইউনুস মুক্তার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা, কেন্দ্রীয় পরিষদের সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা হাফেজ মুহাম্মদ মুনির উদ্দীন।নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা, কেন্দ্রীয় পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা এম শাখাওয়াত মিয়াজী। এ সময় বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরবর্তীতে মুহাম্মদ আবু বকর সিদ্দিককে সভাপতি, মাহফুজ আহমদকে সাধারণ সম্পাদক এবং মুহাম্মদ জামশেদ ভূইয়াকে সাংগঠনিক সম্পাদক করে ইসলামী ছাত্রসেনা ফেনী জেলা কমিটি ঘোষণা করা হয়।