চট্টগ্রাম দক্ষিণ জেলায় সাংগঠনিক সম্পাদক সম্মেলন সম্পন্ন
চট্টগ্রাম প্রতিনিধি: পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে ১৬ সেপ্টেম্বর ২০২৩ ইং থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সাংগঠনিক মাস ঘোষণা করেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ এবং ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলা। সাংগঠনিক মাসের উদ্বোধনী দিনে চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন বিভিন্ন উপজেলার শতাধিক সাংগঠনিক সম্পাদকদের নিয়ে আয়োজন করা হয়ে সাংগঠনিক সম্পাদক সম্মেলনের। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক এম. শহীদুল্লাহ সাদার সভাপতিত্বে এবং মুহাম্মদ নাছির উদ্দীনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম-মহাসচিব জননেতা স. ম. হামেদ হোসাইন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা ছৈয়দ হাফেজ আহমদ। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক যুবফ্রন্ট কেন্দ্রীয় আহবায়ক কমিটির সচিব যুবনেতা এস. এম. আবু সাদেক সিটু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ইমদাদুল ইসলাম।
আলোচনায় অংশ নেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি জননেতা মাস্টার আনোয়ারুল আজিম, এ. এম. মঈন উদ্দিন চৌধুরী হালিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জননেতা স. ম. শওকত আজিজ, সহ-সাংগঠনিক সম্পাদক এম. কফিল উদ্দিন রানা, মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক আশরাফী, মাওলানা মুহাম্মদ শরীফ উদ্দিন, লায়ন মুহাম্মদ ইমরান, কাজী সুলতান আহমদ, যুবনেতা এম. এ. মালেক, মুহাম্মদ নুরুল আলম, মুহাম্মদ নুরুল আবছার কপিল, মুহাম্মদ এনামুল হক, মুহাম্মদ নোমান বাদশা, হারিছ উদ্দিন দৌলতি, হাফেজ নাছির উদ্দীন, মাওলানা মোরশেদ আলম, মুহাম্মদ সিরাজুল ইসলাম মানিক, মুহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী, মুহাম্মদ মহিউদ্দিন ইমন, মুহাম্মদ শিহাব উদ্দিন, মুহাম্মদ আব্দুল্লাহ আল ইকবাল চৌধুরী, মনজুর হোসাইন মনজু, মাওলানা রবিউল হোসেন, ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মিজানুর রহমান মুকুল, সহ-সভাপতি ছাত্রনেতা আব্দুল্লাহ আল মুমিন, সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ মাসরুর রহমান, সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ মামুনুর রশীদ, মুহাম্মদ সাইফুল ইসলাম তাহেরী, মুহাম্মদ রাশেদুল ইসলাম, আরিফুল ইসলাম, মুহাম্মদ সাইফুল ইসলাম জিকু, মুহাম্মদ জামশেদুর রহমান, আব্দুল্লাহ আল গণি, মুহাম্মদ জাহেদুর ইসলাম, হাফেজ ইমরান হোসেন মানিক, আলী আজগর প্রমুখ।
পরিশেষে অতিথিবৃন্দ জেলার আওতাধীন বিভিন্ন উপজেলার দায়িত্বশীলদের হাতে তথ্য ফর্ম তুলে দেন।