খবরের বিস্তারিত...


ফিলিস্তিনে হামলার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল সম্পন্ন

অক্টো. 13, 2023 সাংগঠনিক খবর

হবিগঞ্জ প্রতিনিধি: ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং মসজিদুল আকসা রক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ জেলা। সমাবেশে বক্তারা বলেন, মসজিদুল আকসা মুসলমানদের প্রথম ক্বিবলা। অথচ ফিলিস্তিনের মুসলমানরা নিরাপদে এ মসজিদে নামাজ পড়তে পারছে না। ইসরায়েল অবৈধভাবে প্রতিদিন মুসলমানদের পাখির মতো গুলি করে হত্যা করছে। ইসরায়েল দিনের আলোতে মানবতাবিরোধী অপরাধ করলেও বিশ্বমোড়লেরা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি জালালুদ্দিন আবেদি, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক এমএ ওয়াহেদ, অর্থ সম্পাদক মুহাম্মদ আলী, সদস্য আবদুল হালিম আল হুসাইনী, ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ জেলার সভাপতি ছাত্রনেতা শেখ মাখছুদুর রহমান, সাধারণ সম্পাদক ছাত্রনেতা মহসিন সরদার, সদস্য ছাত্রনেতা মোজাম্মেল হক, ছাত্রনেতা মোহাম্মদ রাসেল মিয়া, ছাত্রনেতা মুহাম্মদ শিহাব উদ্দিন, ছাত্রনেতা মোহাম্মদ নাহিয়ান প্রমুখ। বক্তারা ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন।

Comments

comments