আলহাজ্ব খান এ. সবুর (রহ.) এর ইন্তেকালে ইসলামী ছাত্রসেনার গভীর শোক প্রকাশ
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম-মহাসচিব জননেতা আলহাজ্ব মুহাম্মদ খান এ. সবুর (রহ.) এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ ফরিদ মজুমদার ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ইমদাদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ বলেন, মরহুম আলহাজ্ব খান এ. সবুর (রহ) ছিলেন কুরআন সুন্নাহর রাজ কায়েমের একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। ছাত্রাবস্থা থেকে তিনি এ দেশে কুরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন। আর এ কারণেই তিনি ছাত্রজীবন এবং যৌবনের সোনালী দিনগুলোতে কুরআন সুন্নাহর রাজ কায়েমের আন্দোলনে সামনে থেকে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে গেছেন। সংগঠনের ইতিহাসের পরতে পরতে খান এ. সবুর (রহ.) স্মৃতি অম্লান হয়ে রয়েছে। মরহুমের ইন্তেকালে সংগঠনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা আমাদের হৃদয়ে গভীরভাবে দাগ কেটেছে। নেতৃবৃন্দ মরহুম আলহাজ্ব খান এ. সবুর (রহ) এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম-মহাসচিব জননেতা আলহাজ্ব মুহাম্মদ খান এ. সবুর (রহ.) দীর্ঘদিন যাবৎ শারীরিক জটিলতার কারণে রাজধানীর একাধিক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ ১৬ অক্টোবর ২০২৩ ইং ইন্তেকাল করেন।
বার্তা প্রেরক
মুহাম্মদ আলী আকবর
দপ্তর সম্পাদক
ইসলামী ছাত্রসেনা
কেন্দ্রীয় পরিষদ