ইসলামী ছাত্রসেনা ফেনী জেলার উদ্যোগে বিজয় দিবস পালিত
ফেনী জেলা প্রতিনিধিঃ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী ছাত্রসেনা ফেনী জেলার আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ই ডিসেম্বর রোজ শনিবার বিকাল ৪.৩০ টায় জেলার অস্থায়ী কার্যালয় শহীদ শহীদুল্লাহ্ কাইসার সড়কস্থ জামেয়া আমিরিয়া মাদ্রাসা মিলনায়তনে ইসলামী ছাত্রসেনা ফেনী জেলার সভাপতি ছাত্রনেতা আবু বকর সিদ্দিক সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ফেনী জেলার অর্থ সম্পাদক মুফতি মাওলানা মুহাম্মদ ফয়েজ উল্লাহ।
ইসলামী ছাত্রসেনা ফেনী জেলার সাধারন সম্পাদক ছাত্রনেতা মাহফুজ আহমেদ এর সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জনাব আবুল হোসাইন, ছাত্রসেনা ফেনী জেলার অর্থ-সম্পাদক হাফেজ মুহাম্মদ আলী, প্রশিক্ষন সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসাইন, শাহিদুল ইসলাম মেহেদী, সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন প্রমুখ।