ফেনীতে ইসলামী ছাত্রসেনার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফেনী জেলা প্রতিনিধি: ২১শে জানুয়ারি ইসলামী ছাত্রসেনা’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্রসেনা ফেনী জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯শে জানুয়ারি রোজ শুক্রবার বিকাল ৪.৩০মি.জেলার অস্থায়ী কার্যালয় শহীদ শহীদুল্লাহ্ কাইসার সড়কস্থ জামেয়া আমিরিয়া মাদ্রাসা মিলনায়তনে ইসলামী ছাত্রসেনা ফেনী জেলার সভাপতি ছাত্রনেতা আবু বকর সিদ্দিক সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ফেনী জেলার সাধারণ সম্পাদক জননেতা মাওলানা জাকির হোসাইন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা, কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ ফরিদুল ইসলাম। ছাত্রসেনা জেলার সাধারন সম্পাদক ছাত্রনেতা মাহফুজ আহমেদ এর সঞ্চালনয় আরো উপস্থিত ছিলেন জেলার সেনার সহ-সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম, ছাত্রসেনা ফেনী জেলার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জামসেদ ভূইঞা জিসান, অর্থ-সম্পাদক হাফেজ মুহাম্মদ আলী, প্রচার সম্পাদক মুহাম্মদ শারাফাত , প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসাইন, শাহিদুল ইসলাম মেহেদী, সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন সহ আরো অনেক।