খবরের বিস্তারিত...


কোটা বাতিল নয়, কোটা পদ্ধতির যৌক্তিক ও ইতিবাচক সংস্কার আবশ্যক- ইসলামী ছাত্রসেনা

জুলাই 18, 2024 বিবৃতি

দেশব্যাপী চলমান কোটা আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে শেখ ফরিদ মজুমদার ও ইমদাদুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে বলেছেন- বিশ্বের দেশে দেশে কোটা প্রথা চালু রয়েছে। যে ধারাবাহিকতায় বাংলাদেশেও কোটা প্রথা বিদ্যমান। কিন্তু অপ্রিয় হলেও সত্য যে, বাংলাদেশে কোটার ক্ষেত্রে দৃশ্যমান হয় ‘রাষ্ট্রীয় বৈষম্য। যার অশুভ পরিণতির শিকার হয়ে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে অনেক মেধাবী শিক্ষার্থীর সোনালী ভবিষ্যত। যা মোটেও সমর্থনযোগ্য নয়। বর্তমানে বিশেষতঃ মুক্তিযোদ্ধা কোটা সামাজিক সাম্যের পরিবর্তে বৈষম্যের প্রতিচ্ছবি হিসেবে বিবেচিত হচ্ছে। তাই মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্মের জন্য কতটুকুন কোটা বরাদ্দ উচিত, তার একটি টেকসই সমাধান বাঞ্ছনীয়। এছাড়া ইসলামী ছাত্রসেনা কোটা বাতিল করা কোনভাবেই যুৎসই সিদ্ধান্ত বলে মনে করে না। তবে কোটা প্রথার যৌক্তিক ও ইতিবাচক সংস্কার আবশ্যক বলে উল্লেখ করে নেতৃবৃন্দ এক্ষেত্রে প্রান্তিক জনপদ, অনগ্রসর জনগোষ্ঠি, নারী ও প্রতিবন্ধীদের জন্য যৌক্তিক মাত্রায় কোটা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। নেতৃবৃন্দ অবিলম্বে বিশেষজ্ঞদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের একটি সেল গঠন পূর্বক কোটাপদ্ধতির সংস্কার সাধনের মাধ্যমে চলমান সংকটের আশু সমাধান নিশ্চিত করতে সরকারের প্রতি উদাত্ত আহবান জানান।

বার্তা প্রেরক
মুহাম্মদ আলী আকবর
দপ্তর সম্পাদক
ইসলামী ছাত্রসেনা

Comments

comments