খবরের বিস্তারিত...


জশনে জুলুছে অংশগ্রহণকারী সাধারণ মুসলমানদের উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ

সেপ্টে. 17, 2024 বিবৃতি

পবিত্র ১২ ই রবিউল আউয়াল তথা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় আয়োজিত জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাধারণ মুসলমানদের উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ ফরিদ মজুমদার ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ইমদাদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান। নেতৃদ্বয় বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মুসলিম উম্মাহর জন্য অন্যতম সবচেয়ে বড় ধর্মীয় উপলক্ষ। অন্যান্য মুসলিমপ্রধান দেশের ন্যায় এ দেশেও দিনটি অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে পালিত হয়। প্রতি বছরের ধারাবাহিকতায় পবিত্র জশনে জুলুছ আয়োজন, হামদ-নাত পরিবেশন, খাদ্য বিতরণসহ নানা মহৎ কাজের মাধ্যমে এ বছরও দিবসটি পালিত হয়েছে। এমন একটি পবিত্র দিনে দেশের বিভিন্ন জায়গায় সাধারণ মুসলমানদের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা করে হত্যাকাণ্ডসহ হাজার হাজার মুসলিমকে আহত করার জন্য ন্যাক্কারজনক।
হামলাকারীরা চিহ্নিত একটি গোষ্ঠীর সদস্য উল্লেখ করে নেতৃদ্বয় আরো বলেন, হামলাকারীরা ইসলামবিদ্বেষী প্রেতাত্মার উত্তরসূরী। এ গোষ্ঠীটি ইসলামের খোলস পরিধান করে যুগে যুগে দ্বীন ইসলামে ফিতনা-ফাসাদ সৃষ্টি করে এসেছে। তারা মুখে ইসলামের কথা বললেও বস্তুত তারা ইসলামী শরীয়তের অনুশাসন থেকে দূরে অবস্থান করে সমাজ-রাষ্ট্রে অস্থিরতা সৃষ্টির মিশন বাস্তবায়ন করছে।
নেতৃদ্বয় জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জমায়েতে হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান।

বার্তা প্রেরক
মুহাম্মদ আলী আকবর
দপ্তর সম্পাদক
ইসলামী ছাত্রসেনা

Comments

comments