পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) এর শুভেচ্ছা
সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে দেশবাসী ও ছাত্রজনতাকে শুভেচ্ছা জানিয়েছে ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা এডভোকেট শেখ ফরিদ মজুমদার ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ইমদাদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন, মহান ১২ই রবিউল আউয়াল আপামর মুসলিম উম্মাহর কাছে একটি বিশেষ দিন। এ দিনে মানবতার মুক্তির মহান কাণ্ডারী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রহমত প্রিয়নবী হযরত মুহাম্মদ মোস্তাফা (দ.) এ দুনিয়ায় আগমন করেন।
নেতৃবৃন্দ আরো বলেন, জাহেলি যুগের ঘোর অমানিশা যখন সর্বত্র বিরাজ করছিল, মানুষে মানুষে হানাহানি, মারামারি, রক্তপাত যখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল, কন্যাসন্তানদের যখন মাটির নিচে জীবিত পুঁতে ফেলা হত, মানুষ যখন মানুষের অধিকার বুঝত না, ঠিক সে মুহুর্তে যুগের যাবতীয় পাপ-পঙ্কিলতা, অন্যায়-উৎপীড়ণ আর কলুষতাকে দলিতমথিত করে শান্তির সমাজ বিনির্মাণের জন্য জগতসমূহের রহমতরূপে এ ধরায় আবির্ভূত হয় দো-জাহানের সরদার, ইমামুল আম্বিয়া নবী কারীম (দ.)। ধরার বুকে নির্জলা সুন্দর, অদ্বিতীয় উত্তম চরিত্রের প্রস্ফুটন ঘটিয়ে ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে পরিচিত হন আল-আমীন নামে। মহান আল্লাহ প্রেরিত জীবন-বিধান আল-ইসলামের প্রচারে তিনি ছিলেন সফল স্বত্ত্বার উজ্জ্বল দৃষ্টান্ত। ইসলামের শ্বাশত সুন্দর আদর্শ প্রচার ও প্রতিষ্ঠার মাধ্যমে অশান্ত পৃথিবীকে তিনি রূপ দেন নিষ্কলুষ শান্তির বাগানে।
নেতৃবৃন্দ আরো বলেন, প্রিয়নবী হযরত মুহাম্মদ মোস্তাফা (দ.) এঁর উম্মত হতে পেরে আমরা ধন্য। নবীকুল সরদারের আগমনের দিন তথা ১২ই রবিউল আউয়াল নিঃসন্দেহে মুসলিম উম্মাহর জন্য সর্ববৃহৎ খুশির দিন। এ দিবস উপলক্ষে দেশবাসী, আপামর ছাত্রজনতা ও সংগঠনের নেতাকর্মীদের প্রতি পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) এর শুভেচ্ছা জানাচ্ছি। দেশের আপামর ছাত্রজনতা মহানবী (দ.) এঁর অনুপম আদর্শ ধারণ করার মাধ্যমে ইসলামী ছাত্রসেনার আদর্শিক আন্দোলন তথা কুরআন-সুন্নাহ সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করবে এটাই প্রত্যাশা।
স্বাক্ষরিত-
মুহাম্মদ আলী আকবর
দপ্তর সম্পাদক
ইসলামী ছাত্রসেনা