খবরের বিস্তারিত...

ইসলামী ছাত্রসেনার শীতবস্ত্র বিতরণ

রাজধানীতে শীতার্তদের পাশে দাঁড়াল ইসলামী ছাত্রসেনা ঢাকা নগর

জানু. 15, 2017 সাংগঠনিক খবর

রাজধানীতে লাখো ভাসমান মানুষ শীতে কাঁপছে। তাদের মাথার উপর ছাদ নেই, শোয়ার জন্য নেই মেঝে। এরা রাস্তার ফুটপাত,পার্কের বেঞ্চে ঘুমায়। শীতের কাপড় তো দূরের কথা, অনেকের কাছে গায়ে দেওয়ার প্রয়োজনীয় কাপড়টুকুই নেই। এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে মানবতাবাদী সংগঠন ইসলামী ছাত্রসেনার ঢাকা নগর শাখা। শাখার সভাপতি শেখ ফরিদ মজুমদার ও সাধারণ সম্পাদক সামিউল শুভর নেতৃত্বে একটি রাজধানীর বিভিন্ন স্পটে গভীর রাতে শীতবস্ত্র বিতরণ করেছে,  ভালবাসা ও মমতার উঞ্চতা নিয়ে পাশে দাড়িয়েছে অসহায় মানুষগুলোর। এই সময় তাদের সাথে ছিলেন ইসলামী ছাত্রসেনার ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবু সাঈদ শাফিন।

Comments

comments