ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার কাউন্সিলঃ এমদাদ সভাপতি, আবু বক্কর সম্পাদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরী অডিটোরিয়ামে ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার কাউন্সিল ও নবীন বরণ সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চবি ছাত্রসেনার প্রতিষ্টাকালীন সেক্রেটারী, ইসলামিক ফ্রন্টের সিনিয়র যুগ্ন-মহাসচিব এম সোলায়মান ফরিদ, প্রধান বক্তা ছিলেন ইসলামিক ফ্রন্টের ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, প্রধান কাউন্সিলর ছিলেন ছাত্রসেনার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বিশ্ববিদ্যালয়) ইকবাল হোসাইন। কাউন্সিলে ইংরেজি বিভাগের এমদাদুল ইসলামকে সভাপতি ও গণিত বিভাগের আবু বক্কর সিদ্দীককে সাধারণ সম্পাদক করে ২০১৭-১৮ সেশনের কমিটি গঠিত হয়।