ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ বন্দর থানা শাখার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ বন্দর থানার পক্ষ থেকে অমর একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহর এ বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার এ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এই সময় উপস্হিত ছিলেন ইসলামী ছাএসেনা কেন্দ্রীয় কমিটির সহ সাধারন সম্পাদক ছাত্রনেতা রাহাত হাসান রাব্বি । এতে ইসলামী ছাএসেনা বন্দর থানার সভাপতি মোঃ রাব্বি হাসান রিদয়, অর্থ সম্পাদক নুর মোহাম্মদ দ্প্তর সম্পাদক মোঃশাওন সহ ইসলামী ছাত্রসেনার সর্বস্থরের দায়িত্বশীল বৃন্দ । শহীদ মিনারে ইসলামী ছাত্রসেনার পুষ্প অর্পণে উপস্থিত ছিলেন ৭১এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা গন ও ইসলামিক ফ্রন্ট বন্দর থানার দায়িত্বশীলরা । সাংবাদিক দের প্রশ্নের জবাবে ছাত্রনেতা রাহাত হাসান রাব্বি বলেন অামাদের দেশে বর্তমান প্রেক্ষাপটে বাংলা ভাষা চর্চা কমে যাচ্ছে সরকার এর কাছে তিনি অনুরোধ করেছেন যে যাদের জন্য অামরা অাজ বংলাতে কথা বলতে পারছি সেই ভাষা সৈনিকদের নাম সরকারী ভাবে লিপিবদ্ধ করা হোক এমন অনেক নাম জানা অজানা অাছে যারা ভাষার জন্য জীবন দিয়েছে কিন্তু তাদের পরিবার অাজ অবহেলিত।।।